স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলায় দুই-তৃতীয়াংশ সিট পাওয়ার দাবিকে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বাঁকুড়ার সভা থেকে বলেন, 'আজকে নাকি বলেছে দুই-তৃতীয়াংশ পাব। এখন আর বলতে পারছে না ইস বার ২০০ পার। এবার বলতে হবে এবার দেশ থেকে পার। বাংলা জিতে কীভাবে তোমাকে দেশ থেকে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে দেখাব। বাংলাই দিশা দেখাবে...।'