SIR প্রক্রিয়ায় ফের গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, '৫৪ লক্ষ নাম বেআইনি ভাবে, অনৈতিক ভাবে বাদ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর সুযোগও দেওয়া হয়নি। মহিলাদের টার্গেট করা হয়েছে। যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছে। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে সব মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। একই জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, হরিয়ানা, বিহারে। কেউ ধরতে পারেনি। ফাইনাল লিস্ট জারি করার পরেই ভোটের তারিখ ঘোষণা করে দিয়েছিল। ফলে ন্যায় বিচার পায়নি অনেকে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে, যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, তাদের কয়েক লাখ নাম বাদ দেওয়া হয়েছে। ডিএম-রা লগ ইন করেছিল, মাইক্রো অবজার্ভাররা তাদের ব্লক করে দিয়ে বাতিল করে দিয়েছে।'