ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে। বিভিন্ন জেলা থেকে আসছে অশান্তির খবর। এরমধ্যেই বীরভূমের নানুরে একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। RSS সদস্যকে তৃণমূলের কার্যালয়ে নিয়ে গিয়ে শাসানির অভিযোগ উঠেছে। অভিযোগ, আরএসএসের স্বয়ংসেবক ও বিজেপি কর্মী রিন্টু পালকে জোর করে বালিগুনি এলাকার তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতির উপস্থিতিতে তাঁকে গ্রামবাসীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। গ্রামে থাকতে গেলে RSS বা বিজেপি করা চলবে না বলে রিন্টু পালকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।