'সেটিংতত্ত্ব বলতে বলতে শূন্যতে নেমে গিয়েছে সিপিএম। এই ধরনের প্রশ্ন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রকে করুন। কেন্দ্রে ভারত সরকার। সে বিষয়ে বলার এক্রিয়ার আমার নেই'। তৃণমূল ও বিজেপি সেটিং নিয়ে বামেদের অভিযোগের জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।