রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে মঙ্গলবার ফের তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্যের পাল্টা হিসেবে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক কটাক্ষ করেন, 'স্বাধীনতার পর দেশের সবচেয়ে ব্যর্থ ও অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ।'