বেলডাঙ্গায় বাবরি মসজিদ করা নিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। বৃহস্পতিবার সাসপেন্ড করা হল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করার কথা জানান ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ বলেন, 'বেলডাঙ্গায় বাবরি মসজিদ করার কথা বলছেন। বেলডাঙ্গা কিছুদিন আগেও সাম্প্রদায়িক স্পর্শকাতর হয়েছিল। সেখানে দাঙ্গা লাগানো সহজ হবে। দাঙ্গা লাগলে বিজেপিকে সাহায্য করা হবে। বিজেপিকে সাহায্য করার জন্য এই কাজটা করার চেষ্টা করছে। আমরা এই সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। শৃঙ্খলারক্ষা কমিটি ৩ বার ওনাকে সতর্ক করেছে। উনি আবার এটা করছেন। আমরা পার্টির উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না।'