অনুপ্রবেশের নিয়ে বাংলা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত, এই দাবি করে ফের সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করা হবে এবং সীমান্ত সুরক্ষা আরও জোরদার করা হবে। একইসঙ্গে, তৃণমূল সরকারকে নিশানা করে অমিত শাহ বলেন, 'কোনও সরকারই নিজের রাজ্যকে অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল বানাতে পারে না।' শাহকে প্রশ্ন করা হয়, বিএসএফ তো কেন্দ্রের হাতে। উত্তরে তিনি বলেন, 'রাজ্য সীমান্ত ঘেরার জন্য প্রয়োজনীয় জমি দিচ্ছে না, অসহযোগিতা করছে। ৭টি চিঠি দেওয়া হয়েছে।'