Advertisement

নতুন অ্যাটর্নি জেনারেলের শপথ গ্রহণের দিনেই বিপত্তি, নিয়োগ নিয়ে ক্ষোভ উগরে পদত্যাগ বাকি ২ জনের

নতুন অ্যাটর্নি জেনারেলের শপথ গ্রহণের দিনেই ঘটে গেল বিপত্তি। দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির তাঁদের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

 আমিন উদ্দিন আমিন উদ্দিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2020,
  • अपडेटेड 5:07 PM IST
  • দায়িত্ব নিয়েই শুনানিতে নতুন অ্যাটর্নি জেনারেল
  • গত ৮ অক্টোবর তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়
  • ক্ষোভ উগরে পদত্যাগ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলদের

রবিবার বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসাবে শপথ গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি আমিন উদ্দিন। দায়িত্ব নিয়েই প্রথম দিন নিজের দফতরে এসে আপিল বিভাগের ভার্চুয়াল শুনানিতে অংশ নেন আমিন উদ্দিন। 

এদিকে নতুন অ্যাটর্নি জেনারেলের শপথ গ্রহণের দিনেই ঘটে গেল বিপত্তি। দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির তাঁদের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

রাষ্ট্রপতিকে লেখা পদত্যাগপত্র এদিন সকালেই আইন মন্ত্রকের কাছে পাঠিয়ে দেন মুরাদ রেজা। অন্যদিকে, ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে  লেখা পদত্যাগপত্র আইন মন্ত্রকের সলিসিটারের কার্যালয়ে পাঠিয়েছেন মমতাজ উদ্দিন ফকির।

আরও পড়ুন

এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রিম কোর্টের এই বরিষ্ঠ আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। এই নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। 

২০০৯ সাল থেকে বাংলাদেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহবুবে আলম।  গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারপরেই আমিন উদ্দিনকে ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করা মমতাজ উদ্দিন ফকির ২০১০ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Read more!
Advertisement
Advertisement