Advertisement

ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা, ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন

সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। তবে প্রতিবেশী দেশকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৭৯ মিনিটের মাথায় আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক গোলেই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এক গোলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশএক গোলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ
শাহিদুল হাসান খোকন
  • ঢাকা,
  • 22 Dec 2021,
  • अपडेटेड 11:21 PM IST
  • সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত
  • এক গোলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ
  • বাংলাদেশেই অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট

সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। তবে প্রতিবেশী দেশকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৭৯ মিনিটের মাথায় আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক গোলেই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

পৌষের সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ছিল দর্শকের ঢল। গ্যালারি ভর্তি নিজ সমর্থকদের সামনে মারিয়া-মনিকারা হতাশ করেননি। প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঢাকাতেই রেখে দিয়েছে তারা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে রবিন রাউন্ড লিগেও ভারতকে একই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সবশেষ শিরোপা জিতেছিল। ভুটানের সেই প্রতিযোগিতায় ফাইনালে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। এবার বয়স এক বছর বাড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল শুরু হয়েছে। প্রথম প্রতিযোগিতাতেই গোলাম রব্বানী ছোটনের দলের বাজিমাত। তবে দুইবার বল পোস্টে লেগে ফিরে না আসলে গোল ব্যবধান আরও বাড়তে পারতো।

আরও পড়ুন

এই জয়ের পর  অভিনন্দন বার্তায় বাংলাদেশের  রাষ্ট্রপতি  মোঃ আবদুল হামিদ বলেন, এ জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী টিম বাংলাদেশকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীরা আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।


 

Read more!
Advertisement
Advertisement