Advertisement

Bangladesh Hilsa: প্রায় আড়াই টন ইলিশ উঠল এক ট্রলারেই, নিলামে কত লক্ষ টাকায় বিক্রি হল জানেন!

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ফিরে এল এক ট্রলারভর্তি রূপালি ইলিশ। পটুয়াখালীর কুয়াকাটার সংলগ্ন সমুদ্রে এক মাছ ধরার ট্রলারের জালে ধরা পড়েছে ৬১ মণ ইলিশ। সোমবার বিকেলে আলীপুর মৎস্যবন্দরে ট্রলারটি ভিড়তেই শুরু হয় উৎসবমুখর পরিবেশ। নিলামের মাধ্যমে এই বিপুল ইলিশ বিক্রি হয় ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায়। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2025,
  • अपडेटेड 1:08 PM IST
  • বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ফিরে এল এক ট্রলারভর্তি রূপালি ইলিশ।
  • পটুয়াখালীর কুয়াকাটার সংলগ্ন সমুদ্রে এক মাছ ধরার ট্রলারের জালে ধরা পড়েছে ৬১ মণ ইলিশ।

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ফিরে এল এক ট্রলারভর্তি রূপালি ইলিশ। বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটার সংলগ্ন সমুদ্রে এক মাছ ধরার ট্রলারের জালে ধরা পড়েছে ৬১ মণ ইলিশ। প্রায় আড়াই টন। সোমবার বিকেলে আলীপুর মৎস্যবন্দরে ট্রলারটি ভিড়তেই শুরু হয় উৎসবমুখর পরিবেশ। নিলামের মাধ্যমে এই বিপুল ইলিশ বিক্রি হয় ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায়। ভারতীয় টাকায় প্রায় ২৪ লক্ষ টাকা।

বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'কে জেলে আবু সালেহ জানান, ‘এফ বি আল্লাহর দান’ নামের ট্রলারে ২২ জন জেলে গত বৃহস্পতিবার আলীপুর ঘাট থেকে সমুদ্রে পাড়ি দেন। কুয়াকাটা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে তাঁরা জাল ফেলেন। গত শনিবার বিকেলে জাল তুলতেই চোখ আটকে যায়, ভেসে উঠেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। পরে মাছভর্তি ট্রলার নিয়ে তাঁরা সোমবার বিকেলে আলীপুর বন্দরে ফিরে আসেন।

মাছগুলো বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মার্কেটের মেসার্স খান ফিসের আড়তে নিলামে বিক্রি হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সাগর মিয়া জানান, ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৭৩ হাজার টাকা। ৬০০ থেকে ৮০০ গ্রাম ইলিশ প্রতি মণ ৫৮ হাজার টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রাম ইলিশ প্রতি মণ ৪৪ হাজার টাকা দরে কেনা হয়।

ইলিশ ছাড়াও প্রায় ৪০ হাজার টাকার অন্যান্য সামুদ্রিক মাছ কেনা হয়। সব মিলিয়ে মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকা।

 

Read more!
Advertisement
Advertisement