
দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। তাঁর অভিনয় প্রশংসিত দুই বাংলাতেই। টলিউডের পাশাপাশি বাংলাদেশেও চুটিয়ে অভিনয় করেন জয়া। বিনোদন জগতের তারকাদের সঙ্গে ট্রোলিং যেন ওতপ্রোতভাবে যুক্ত। যে কোনও কিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলেই তা কটাক্ষের মুখে পড়ে। সেই তালিকায় নাম রয়েছে জয়া আহসানেরও। নায়িকার ছবি পোস্ট হওয়া মাত্রই সেখানে প্রশংসার পাশাপাশি জোটে কুৎসিত কটাক্ষও।
সম্প্রতি জয়া সোশ্যাল মিডিয়া পেজে ৩টি ছবি শেয়ার করেছেন তাঁর। যেখানে তাঁকে হলুদ রঙের ডিপ নেক বডি হাগিং ওয়ান পিসে দেখা গিয়েছে। সঙ্গে কালো রঙের হাই হিল ও বিস্কুট রঙের ব্লেজার। আর এই ছবি পোস্ট করতেই জয়াকে নেটিজেনের একাংশ কটাক্ষ করতে শুরু করে। কেউ লেখেন, হায়রে ভাই এই বুড়া বয়সে আইসা কি শুরু করেছিস। আবার কেউ লেখেন, নিজের ফটোগ্রাফার বদলে ফেলুন। আবার কেই কেউ খারাপ মন্তব্য করতে ছাড়েন না। তবে এইসব ট্রোলিং বা কটাক্ষের কোনও জবাব দেননি জয়া।
এর আগেও জয়ার পোশাক নিয়ে ট্রোলিং হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁর পোশাক নিয়ে কটাক্ষ আবার কখনও তাঁর বয়স নিয়ে খারাপ কথা শুনতেই হয় ঢাকাই নায়িকাকে। অবলীলায় তাঁরা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশ্যে বিভিন্ন কথা লিখতে থাকেন। তবে কোনওদিনই এইসব ট্রোলিং বা কটাক্ষ নিয়ে মাথা ঘামাননি নায়িকা বা ট্রোলারদের কোনও পাল্টা জবাবও দেননি তিনি। নিজের মতো করেই জীবন কাটিয়ে গিয়েছেন জয়া। পাশাপাশি, জয়ার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তাঁর শুভানুধ্যায়ীরা।
পাশ্চাত্য পোশাকেই নয়, শাড়ি পরে ছবি দিলেও সেখানে জোটে অন্য ধরনের আবদার। একবার গরম কফির কাপ হাতে সরু ফিতের ব্লাউজে ছবি দিতেই এক ভক্ত উন্মুক্ত পিঠ দেখে আনলিমিটেড চুমু খাওয়ার আবদার করেন। পশ্চিমী পোশাক হোক বা শাড়ি লুক, জয়া আহসানের গ্ল্যামার আর ফ্যাশন সেন্স জেন ওয়াইয়ের অভিনেত্রীদেরও টেক্কা দেয়। ওপার বাংলার ছবিতে কাজ করার পর এপার বাংলায় একচেটিয়া আসর জমিয়েছেন জয়া। বলি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করেছেন মাল্টি ট্যালেন্টেড এই অভিনেত্রী।