Advertisement

Bangladesh Hindu : বছরের প্রথম দিনেই আরও এক হিন্দুকে জ্যান্ত জ্বালানোর চেষ্টা, ছুরি মেরে ঢালা হল পেট্রোল

বাংলাদেশে ফের হিন্দু যুবককে জ্যান্ত জ্বালিয়ে খুনের চেষ্টা। এবার ঘটনাস্থল শরিয়তপুরের ডামুড্যা। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন খোকনচন্দ্র দাস। রাস্তায় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে।

জখম হওয়ার পর হাসপাতালে হিন্দু যুবক জখম হওয়ার পর হাসপাতালে হিন্দু যুবক
Aajtak Bangla
  • ঢাকা ,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 6:48 PM IST
  • বাংলাদেশে ফের হিন্দু যুবককে জ্যান্ত জ্বালিয়ে খুনের চেষ্টা
  • এবার ঘটনাস্থল শরিয়তপুরের ডামুড্যা

বাংলাদেশে ফের হিন্দু যুবককে জ্যান্ত জ্বালিয়ে খুনের চেষ্টা। এবার ঘটনাস্থল শরিয়তপুরের ডামুড্যা। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন খোকনচন্দ্র দাস। রাস্তায় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। মারধর করে। প্রাণে মারতে ওই যুবককে ছুরিকাঘাত করে গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। তবে কাছে থাকা পুকুরে ঝাঁপ দিয়ে কোনওরকমে প্রাণরক্ষা করেন তিনি। 

ডামুড্যা থানার পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙার কাছে এই ঘটনা ঘটে। খোকন পেশায় গ্রাম্য চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। তিনি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। তাঁর কাছে টাকা ছিল। পথে দুষ্কৃতীরা সেই অটোরিকশা থামিয়ে খোকনকে নামিয়ে আনে ও তাঁকে মারধর শুরু করে। 

থানার এক আধিকারিক জানিয়েছেন, 'দুষ্কৃতীরা খোকনের তলপেটে ছুরি মেরে তাঁর কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে খোকন পুকুরে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শরিয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।' 

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত খোকনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে ঢাকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জখম যুবকের স্ত্রী জানিয়েছেন, তাঁদের সঙ্গে কারও কোনও শত্রুতা নেই। তাই কী কারণে হামলা চালানো হল, তা বুঝতে পারছেন না। ২ জন হামলাকারীকে চিনে ফেলেছিলেন তাঁর স্বামী। সেজন্য হয়তো খুন করার চেষ্টা করা হয়েছে। 

এদিকে এই ঘটনা সামনে আসার পর বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত দুই সপ্তাহে মধ্যে এরকম ঘটনা তিনবার ঘটল। কিছুদিন আগে দীপুচন্দ্র দাসকে জ্যান্ত জ্বালিয়ে খুন করে দুষ্কৃতীরা। তারপর রাজবাড়িতে সম্রাট নামে এক যুবকেরও গণপিটুনিতে মৃত্যু হয়। আর এবার খুনের চেষ্টা করা হল খোকনকে।  

খোকনকে খুনের চেষ্টার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়েছে কি না জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। এর আগে দুই যুবকের মৃত্যুর খবরে ক্ষোভ প্রকাশ করেছিল ভারত। হিন্দু বা সংখ্যালঘুদের নিরাপত্তা কেন নিশ্চিত করা হবে না? সেই প্রশ্ন তুলেছিল ভারতের বিদেশ মন্ত্রক। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement