Advertisement

'আছি দুবাইয়ে', বাংলাদেশের দাবি খারিজ করে ভিডিও প্রকাশ হাদি-খুনে অভিযুক্তর

হাদি খুনের মূল অভিযুক্ত ফয়জল করিম মাসুদ জানালেন তিনি রয়েছে দুবাইতে। এতদিন ধরে একাধিক বাংলাদেশি নেতারা দাবি করছিলেন, মাসুদ নাকি ভারতে চলে এসেছে। কিন্তু এই দাবি যে সর্বৈব মিথ্যা, তা প্রমাণ করল মূল অভিযুক্তের বার্তা।

হাদি খুনের মূল অভিযুক্ত ফয়জল করিম মাসুদ জানালেন তিনি রয়েছে দুবাইতে।হাদি খুনের মূল অভিযুক্ত ফয়জল করিম মাসুদ জানালেন তিনি রয়েছে দুবাইতে।
Aajtak Bangla
  • ঢাকা,
  • 31 Dec 2025,
  • अपडेटेड 12:06 PM IST
  • ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে সরগরম বাংলাদেশ।
  • মূল অভিযুক্ত ফয়জল করিম মাসুদ জানালেন তিনি রয়েছে দুবাইতে।
  • একাধিক বাংলাদেশি নেতারা দাবি করছিলেন, মাসুদ নাকি ভারতে চলে এসেছে।

ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে সরগরম বাংলাদেশ। এখনও ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারায় ফুঁসছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। এরইমধ্যে এল বড় আপডেট। হাদি খুনের মূল অভিযুক্ত ফয়জল করিম মাসুদ জানালেন তিনি রয়েছে দুবাইতে। এতদিন ধরে একাধিক বাংলাদেশি নেতারা দাবি করছিলেন, মাসুদ নাকি ভারতে চলে এসেছে। কিন্তু এই দাবি যে সর্বৈব মিথ্যা, তা প্রমাণ করল মূল অভিযুক্তের বার্তা।

বাংলাদেশ পুলিশের দাবি মোতাবেক, এই  ফয়জল করিম মাসুদই বর্তমানে হাদি খুনের মূল অভিযুক্ত। কিন্তু মঙ্গলবার রাতে একটি ভিডিও বার্তায় ফয়জল দাবি করে, সে বর্তমানে দুবাইতে রয়েছে। পাশাপাশি তার দাবি, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। বরং হাদির সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল বলেই দাবি করেছেন অভিযুক্ত।

নিজের ভিডিও বার্তায় মাসুদ বলেন, "আমি হাদিকে মারিনি। এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। নিজেকে রক্ষা করার জন্য আমি দুবাইতে চলে এসেছি। হাদি জামাত জামাতের প্রোডাক্ট। এই ঘটনার পিছনে জামাতেরই হাত থাকতে পারে। IT ফার্মের পেশাগত মালিক হিসেবে আমি হাদির সঙ্গে দেখা করেছিলাম। আমি তাকে ৫ লক্ষ টাকাও দিয়েছিলাম। সে অগ্রিম চেয়েছিল।...আমাকে মিথ্যা ফাঁসানো হয়েছে।"

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ পুলিশের দাবি ছিল মাসুদ ও আলমগীর শেখ নামে দুই অভিযুক্ত ১২ ডিসেম্বরের পর বাংলাদেশ ছেড়ে ভারতের দিকে রওনা দিয়েছিল। যদিও পরে সেই মন্তব্য থেকে সরে আসে পুলিশ। অন্যদিকে, ভারতও সরাসরি এই দাবির তীব্র বিরোধিতা করেছিল। আর এবার খোদ অভিযুক্তই জানিয়ে দিল সে আছে দুবাইতে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে বাইকে করে এসে রাস্তার উপরেই হাদিকে গুলি করে দুই যুবক। ৬ দিন হাসপাতালে লড়াইয়ের পর সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় হাদির। আর সেই ঘটনাতেই আঙুল উঠছিল, ভারতের দিকে। যদিও তা যে ভিত্তিহীন, তাই আরও একবার প্রমাণিত হল।

Read more!
Advertisement
Advertisement