বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এবার গ্রেফতার অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বৃহস্পতিবার সন্ধেবেলা তাঁকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। ঢাকার গোয়েন্দা পুলিশ প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী-কে গ্রেফতার করেছে।
বাংলাদেশ পুলিশের তরফে প্রথমে জানানো হয়, অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয়। পরে যদিও জানা যায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ইউনূস সরকার ও প্রশাসনের বিরুদ্ধে লাগাতার মুখ খুলছিলেন অভিনেত্রী তথা গায়িকা। ধানমন্ডিতে মুজিবুর রহমানের বাড়িতে হামলার সমালোচনাও করেন তিনি। লেখা পোস্ট করেন। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।
অভিনেত্রীর প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, জামালপুরে অভিনেত্রীর গ্রামের বাড়িতে হামলা চালানো হয়। অগ্নিসংযোগও করা হয়। তারপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
উল্লেখ্য, বুধবার রাতে বাংলাদেশের মানুষের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন বলে জানান হাসিনা। তা নিয়ে হাসিনা-বিরোধীরা ক্ষুব্ধ হন। রাতেই ধানমন্ডিতে মুজিবের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্রেন নিয়ে গুঁড়িয়ে দেওয়ার হয় ধানমন্ডি ৩২। এই ঘটনা নিয়ে উত্তাল বাংলাদেশ। সেখানে রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে। তারইমধ্যে গ্রেফতার করা হল অভিনেত্রীকে।