Bangladesh F7 Crash: বাংলাদেশের উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান ভেঙে পড়ে। বাংলাদেশের আইএসপিআর (Inter Services Public Relation Directorate) সূত্রে মিলেছে এই খবর। বাংলাদেশের দমকল সূত্রের খবর, দুপুর ১টা ১৮ মিনিট নাগাদ উত্তরার মিলস্টোন কলেজের মাঠে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইউনিট পাঠানো হয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম একাধিক।
সূত্রের খবর, এদিন দুপুর ১টা ৬ মিনিটে যুদ্ধবিমানটি টেক অফ শুরু করেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উত্তরার আকাশে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের মোট আটটি ইঞ্জিন পৌঁছে যায়। শুরু হয় উদ্ধারকাজ।
মাইলস্টোন কলেজের এক ছাত্র জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ কলেজ চত্বরে এই দুর্ঘটনা ঘটে(Bangladesh F7 Aircraft Crash)। স্বাভাবিকভাবেই এই ঘটনা কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে।
প্রত্যক্ষদর্শী সাদমান রুহসিন জানিয়েছেন, তাঁর অফিস মিলস্টোন কলেজের কাছেই। তিনি দেখেছেন, যুদ্ধবিমানটি সরাসরি স্কুলের বিল্ডিংয়ে ধাক্কা মারে। এই ঘটনার পর সেনা ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পড়ুয়াদের ও অভিভাবকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, সেনা কর্মীরা আহত পড়ুয়াদের কাঁধে করে তুলে রিকশা, ভ্যান ও অন্যান্য গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। কলেজের বাইরেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বিভিন্ন ভিডিওতে ঘটনাস্থলের ভয়াবহ পরিবেশের ছবি উঠে এসেছে। দেখা যাচ্ছে প্রচণ্ড কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে।
আপাতত চলছে উদ্ধারকাজ(প্রতিবেদন লেখার সময়)। সেনা ও দমকলের কর্মীরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।