Advertisement

Bangladesh : ভারতে প্রশিক্ষণ নিতে আসছেন না বাংলাদেশের ৫০ বিচারপতি, সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের

ভারতে প্রশিক্ষণ নিতে আসছেন না বাংলাদেশের ৫০ জন বিচারবিভাগীয় কর্মকতা। আজ রবিবার জানিয়ে দিল সেই দেশের অন্তর্বতী সরকার। এর আগে যদিও বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, বিচারপতিদের একটি দল ভারতে প্রশিক্ষণের জন্য আসবে।

muhammad yunusmuhammad yunus
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 05 Jan 2025,
  • अपडेटेड 7:35 PM IST
  • ভারতে প্রশিক্ষণ নিতে আসছেন না বাংলাদেশের ৫০ জন বিচারবিভাগীয় কর্মকতা
  • আজ রবিবার জানিয়ে দিল সেই দেশের অন্তর্বতী সরকার

ভারতে প্রশিক্ষণ নিতে আসছেন না বাংলাদেশের ৫০ জন বিচারবিভাগীয় কর্মকতা। আজ রবিবার জানিয়ে দিল সেই দেশের অন্তর্বতী সরকার। এর আগে যদিও বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, বিচারপতিদের একটি দল ভারতে প্রশিক্ষণের জন্য আসবে। তবে বাংলাদেশের আইন মন্ত্রকের তরফে আজ বলা হয়, 'ভারতে যাবেন না বিচারকরা। সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে।' যদিও কেন বাতিল করা হয়েছে সেই বিষয়ে কোনও ব্যখ্যা দেননি ওই আধিকারিক। 


মধ্যপ্রদেশের ভোপালে ওই প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল বাংলাদেশের বিচারবিভাগীয় কর্মকর্তাদের। এঁদের মধ্যে ছিলেন নানাস্তরের বিচারপতি। সেখানে এসে তাঁরা প্রশিক্ষণ নিতেন। যা বাংলাদেশের বিচারব্যবস্থায় কাজে লাগত। তবে সেই সব বিচারকরা আর ভারতে আসতে পারবেন না। 

এর আগে বাংলাদেশের একাধিক সংবাদপত্রে দাবি করা হয়, গত ৩০ ডিসেম্বর ওই বিচারকরা ভারতে যাবেন। ভারত সরকারই সমস্ত খরচ বহন করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা ছিল। গত ৪৮ ঘণ্টায় এই খবর প্রকাশিতও হয়। তারপরই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে মহম্মদ ইউনূসের সরকার। 

কেন বাংলাদেশ সরকার বিচারকদের ভারতে পাঠাতে চাইছেন না তা নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি। আজ আগের অনুমতি বাতিল করে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রক, নির্বাচন কমিশনের সচিবালয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজকে। 

প্রসঙ্গত, অগাস্ট মাসে শেখ হাসিনার চলে আসার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশে মহম্মক ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠিত হলেও সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে। যার সমালোচনা করেছে ভারত। হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও ক্ষুব্ধ ভারত। তা সাফ জানিয়েছে ইউনূস প্রশাসনকে।  

Read more!
Advertisement
Advertisement