বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ফের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন ধনকুবের জর্জ সোরস। বুধবার ঢাকায় ইউনূসের সঙ্গে দেখা করলেন জর্জ-পুত্র অ্যালেক্স সোরস। বাংলাদেশে জর্জ পুত্রের সফর সে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
সরকার ভাঙার পারদর্শী হিসাবে নাম রয়েছে জর্জের এনজিও দ্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। অ্যালেক্স জানিয়েছেন, ইউনূস সরকারের জন্য সাহায্য করবেন তাঁরা। উল্লেখ্য, কয়েক বছর আগে ট্রাম্প প্রশাসন বাংলাদেশে কোটি কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধের কথা বলেছিল। আবার ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প। তার মধ্যে ফের ইউনূসের বাংলাদেশকে সাহায্যের কথা বলল জর্জের সংস্থা।
জর্জকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন মার্কিন সরকারের নীতির বাইরে গিয়ে বাংলাদেশকে সাহায্য করছে জর্জ সোরোসের এনজিও।
দ্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন জানিয়েছেন। বৈঠকে অ্যালেক্স ইউনূসের অনেক প্রশংসা করেছেন। অ্যালেক্স বলেছেন, ইউনূস চ্যালেঞ্জিং সময়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। ইউনূস বলেছেন, ছাত্রদের নেতৃত্বে গণবিদ্রোহ দেশের ভবিষ্যৎকে নতুন করে সাজানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। অ্যালেক্স আরও বলেন, ওপেন সোসাইটি বাংলাদেশকে সাহায্য করার উপায় খুঁজছে।
প্রসঙ্গত, বেনজির ছাত্র আন্দোলনের জেরে গত বছরের ৫ অগাস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে তড়িঘড়ি দেশ ছাড়েন হাসিনা। তারপর থেকে ভারতে রয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে তৈরি হয়েছে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। হাসিনাকে বাংলাদেশে ফেরাতে মরিয়া ইউনূস সরকার। অন্য দিকে, বাংলাদেশে নির্বাচনের দাবিও উঠেছে।