ভোট যত এগিয়ে আসছে বাংলাদেশে, ততই ভোট ঘিরে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি চলছে, তা থেকে মুক্তি পেতে দেশের মানুষ নির্বাচন চাইছেন। এমনকী একটি বড় অংশের মানুষ শেখ হাসিনার আওয়ামী লিগকেই ক্ষমতায় দেখতে চাইছেন। ইতিমধ্যেই সার্ভেতে তা প্রমাণ হয়ে গিয়েছে। এবার দেখা যাচ্ছে, যারা বাইরে দ্রুত নির্বাচনের কথা বলছেন, তারাই আবার বকলমে ভোট বানচালের ছক কষছেন। মাঝখান থেকে বিপদে বাংলাদেশের জনতা।
মহম্মদ ইউনূসের কৌশল পর্দাফাঁস
বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমগুলি ইতিমধ্যেই মহম্মদ ইউনূসের কৌশল পর্দাফাঁস করে দিয়েছে। সংবাদমাধ্যমগুলির দাবি, বাংলাদেশের জাতীয় নির্বাচন কীভাবে বানচাল করা যায়, তার জন্য ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছেন ইউনূস।
ওদিকে খালেদা জিয়ার BNP-র চেয়ারপার্সনের উপদেষ্টা জইনুল আবেদিন ফারুকির সরাসরি প্রধান উপদেষ্টাকে টার্গেট করছেন। বস্তুত, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনের ফাঁকে একটি আন্তর্জাতিক সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ইউনূস বলেন, বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লিগ নিষিদ্ধ নয়। তাদের কার্যকলাপ কিছু সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে।
তেলেবেগুনে জ্বলে উঠেছে বিএনপি
আর ইউনূসের এই দাবির পরেই তেলেবেগুনে জ্বলে উঠেছে বিএনপি। জইনুল আবেদিন ফারুকির কথায়, 'আসলে ইউনূস চেষ্টা করছেন আরও ৫ বছর ক্ষমতায় থাকতে। কেউ কেউ তো আবার দাবি করছে, এই অন্তর্বর্তী সরকার আরও ৫০ বছর থাকুক। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধ্বেই নির্বাচন করাব।'
ইউনূসের সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে যে প্রতিনিধি দল গিয়েছিল, তাদের মধ্যে ছিলেন জইনুলও। নিউ ইয়র্কে অধিবেশনের ফাঁকেই জইনুল বলেন, 'গত একবছর ধরে দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা ক্রমাগত খারাপ হচ্ছে। এহেন পরিস্থিতিতে ইউনূস যা সব বলছেন, তা নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে।'
বিষম্যবিরোধী ছাত্রদের তৈরি NCP-র জনপ্রিয়তা তলানিতে
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনূস আসলে বিএনপি কে চাপে রাখতে চাইছেন। কারণ, জনমত সার্ভেতে দেখা গিয়েছে, বিষম্যবিরোধী ছাত্রদের তৈরি NCP-র জনপ্রিয়তা তলানিতে। এই ছাত্ররাই ইউনূসকে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছিলেন। তারপর নতুন রাজনৈতিক দল গড়ে ভেবেছিল, ভীষণ জনপ্রিয়তা পেয়ে যাবে। ইউনূস ভেবেছিলেন, 'ভাল মানুষি' মুখ করে এনসিপি র মাধ্যমেই ক্ষমতায় চলে আসবেন। বাইরে থেকে দেখাবেন, তিনি সব রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলাদেশের ভাল চাইছেন। এখন দেখছেন, এনসিপি-র অবস্থা ভাল নয়। ওদিকে আওয়ামী লিগও নেই। সে ক্ষেত্রে পাল্লা ভারী বিএনপি-র দিকে। খালেদা জিয়া ফের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। সব মিলিয়ে বাংলাদেশে ভোট নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।