Advertisement

Bangladesh : বাংলাদেশে ফের হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যু, চোর সন্দেহে করা হয়েছিল তাড়া

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার কমছে না। আরও এক হিন্দু যুবককে চোর সন্দেহে ধাওয়া করল উন্মত্ত জনতা। প্রাণ বাঁচাতে মিঠুন সরকার (২৫) নামে ওই যুবক পুকুরে ঝাঁপ দেন। পরে তাঁর দেহ উদ্ধার হয়।

বাংলাদেশে হিন্দু যুবকের মৃত্যু বাংলাদেশে হিন্দু যুবকের মৃত্যু
Aajtak Bangla
  • ঢাকা ,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 3:55 PM IST
  • বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার কমছে না
  • আরও এক হিন্দু যুবককে চোর সন্দেহে ধাওয়া করল উন্মত্ত জনতা

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার কমছে না। আরও এক হিন্দু যুবককে চোর সন্দেহে ধাওয়া করল উন্মত্ত জনতা। প্রাণ বাঁচাতে মিঠুন সরকার (২৫) নামে ওই যুবক পুকুরে ঝাঁপ দেন। পরে তাঁর দেহ উদ্ধার হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নওগাঁর মহাদেবপুরে। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে মহাদেবপুরের হাট চকগৌরী বাজারে চোর সন্দেহে একদল স্থানীয় যুবক মিঠুনকে ধাওয়া করেন। তিনি ভয়ে দৌড়তে শুরু করেন। এরপর হাটচকগৌরী বাজারের পাশে একটি পুকুরে ঝাঁপ দেন। তারপর থেকে ওই যুবককে আর পাওয়া যায়নি। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় ফাঁসির পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পুকুরে তল্লাশি অভিযান চালায়।  ঘটনায় প্রায় ৪ ঘণ্টা পরে দেহ উদ্ধার হয়। 

এই ঘটনা নিয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির পুলিশকর্মী গোলাম মোস্তাফা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রাজশাহি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে। দেহটির ময়নাতদন্ত করা হলে। 

তবে কে বা কারা ধাওয়া করেছিল, কেন মিঠুনকে চোর বলে সন্দেহ করা হয়েছিল সেই তথ্য এখনও পুলিশের কাছে নেই। তদন্ত করা হচ্ছে। ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। 

বাংলাদেশে এগিয়ে আসছে সাধারণ নির্বাচন। তার আগে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। সংবাদমাধ্যমে প্রকাশ,২০২৫ সালের ডিসেম্বরে মাসেই কমপক্ষে ৫১টি হিংসার ঘটনার খবর সামনে এসেছে ৷ এর মধ্যে ১০টি খুন, চুরি ও ডাকাতির ১০টি ঘটনা, বাড়িঘর বা কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান জবরদখল করার পাশাপাশি মন্দির ও জমি লুটের ২৩টি ঘটনা ঘটেছে। 

গত কয়েক দিনের মধ্য়ে বাংলাদেশে দীপু দাস, খোকন দাস, রানা প্রতাপ বৈরাগিরা মারা গিয়েছেন। দীপু দাসকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল ধর্মান্ধরা। তার পর সেদেশে খুন করা হয় খোকন দাসকে। তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে মারধর করে ও গায়ে আগুন দিয়ে দেয়। হাসপাতালে মারা যান তিনি। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement