ফের শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার। তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছে মহম্মদ ইউনূস প্রশাসনের তরফে। হাসিনা-সহ যে সব ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। হাসিনা-সহ মোট ৯৭ জন ব্যক্তির পাসপোর্ট বাতিলের পথে হেঁটেছে সেই দেশের সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, যে ৯৭ জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে তাঁদের মধ্যে ৭৫ জন জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত। বাকি ২৫ জনের বিরুদ্ধে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, সোমবারই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত খুনের অভিযোগে করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়। তারপরই পাসপোর্ট বাতিল করার ঘটনা।
গত জুলাই মাস থেকে ছাত্র আন্দোলনের জেরে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। ৫ অগাস্ট সেই দেশে ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে সেই দেশের সরকার। ভারতের তরফে যদিও তার কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।