Advertisement

Bangladesh PM flies to India: পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড পেরিয়ে গেল হাসিনার বিমান, কোথায় যাচ্ছেন?

Bangladesh PM Sheikh Hasina: শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তুমুল বিক্ষোভের মধ্যে দেশ ত্যাগ করেছেন। তাঁর বিমান বাংলা এবং ঝাড়খণ্ড পার করে গিয়েছে। সম্ভবত দিল্লির দিকে এগিয়ে যাচ্ছে, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

শেখ হাসিনা সম্ভবত দিল্লির দিকে যাচ্ছেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2024,
  • अपडेटेड 5:10 PM IST
  • শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
  • তুমুল বিক্ষোভের মধ্যে দেশ ত্যাগ করেছেন।
  • তাঁর বিমান বাংলা এবং ঝাড়খণ্ড পার করে গিয়েছে।

Bangladesh PM Sheikh Hasina: শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তুমুল বিক্ষোভের মধ্যে দেশ ত্যাগ করেছেন। তাঁর বিমান বাংলা এবং ঝাড়খণ্ড পার করে গিয়েছে। সম্ভবত দিল্লির দিকে এগিয়ে যাচ্ছে, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

এদিন দুপুর আড়াইটার সময় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সূত্রের খবর, তিনি এজেএএক্স১৪৩১২ নামে একটি সেনা কপ্টারে পশ্চিমবঙ্গ হয়ে দিল্লির দিকে রওনা দিয়েছেন।  

দিল্লির দিকেই এগোচ্ছে শেখ হাসিনার উড়ান।

 

সূত্রের দাবি, শেখ হাসিনা অবশ্য নিজেই প্রথমে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো যাবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারত জানায়, বাংলাদেশের আকাশসীমায় কোনও বিমান পাঠানো যাবে না। কারণ এভাবে তাঁকে উদ্ধার করতে বিমান পাঠালে তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ফলে ভারত জানায়, হাসিনাকে নিজেকেই ভারতে পৌঁছতে হবে। 

উল্লেখ্য বিভিন্ন অনলাইন ফ্লাইট ট্র্যাকার সাইটে এই মুহূর্তে একসঙ্গে হাজার-হাজার মানুষ এই উড়ানটি ট্র্যাক করছে। বিভিন্ন সাইটে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক হওয়া উড়ান এটি।

সূত্রের খবর, দিল্লিতে অবতরণের পর সেখান থেকে ফের লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন শেখ হাসিনা।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement