Advertisement

Bangladesh : ওয়াকফ আইনের প্রতিবাদ এবার বাংলাদেশে, ভারতীয় দূতাবাসে পদযাত্রা ইসলামিক সংগঠনের

ভারতে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ এবার বাংলাদেশে। সেখানকার ইসলামি সংগঠন খেলাফত মজলিস এই আইনের বিরোধিতায় ঢাকার ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেবে। তার আগে পদযাত্রা করা হবে ঢাকা শহরে।

Bangladesh Bangladesh
Aajtak Bangla
  • ঢাকা ,
  • 15 Apr 2025,
  • अपडेटेड 1:40 PM IST
  • ভারতে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ এবার বাংলাদেশে
  • ২৩ এপ্রিল এই আইনের বিরোধিতায় মিছিল হবে ঢাকায়

ভারতে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ এবার বাংলাদেশে। সেখানকার ইসলামি সংগঠন খেলাফত মজলিস এই আইনের বিরোধিতায় ঢাকার ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেবে ২৩ এপ্রিল। তার আগে পদযাত্রা করা হবে ঢাকা শহরে। ওই সংগঠনের অভিযোগ, সংশোধিত ওয়াকফ আইন আনা হয়েছে মুসলমানদের বিপদে ফেলার জন্য। অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে। খেলাফত মজলিসের আরও অভিযোগ, ভারতে মুসলিম ধর্মের মানুষদের হত্যা করা হচ্ছে। 

গত শনিবার খেলাফত মজলিসের একটি বৈঠকে এই পদযাত্রা করে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। সেই সভায় খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেন, 'দীর্ঘদিন ধরে ভারতে মুসলিমদের হত্যা করছে হিন্দুত্বে বিশ্বাসী রাজনৈতিক দল বিজেপি।' 

সংশোধিত ওয়াকফ আইন করে মুসলমানদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। মুসলিমদের যে আইন তা বাতিল করার চক্রান্ত করা হচ্ছে। ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মুসলিম দেশগুলোর উচিত এর প্রতিবাদ করা।  এই অভিযোগও করেন মামুনুল হক। তাঁর কথায়, 'এই আইনের নামে মুসলিমদের জমি  দখল করে নেওয়া হলে। এর আগেও ভারতে দেখা গিয়েছে, মুসলিমদের জায়গায় হিন্দু মন্দির গড়ে তোলা হয়েছে।' 

মামুনুল হকের আরও অভিযোগ, ভারত সরকার অনবরত বাংলাদেশি মুসলিমদের আক্রমণ করে চলেছে। বাংলাদেশ সরকারের উচিত ভারতের সঙ্গে এই বিষয়ে কথা বলা। নিজেদের অবস্থান পরিষ্কার করা। 

প্রসঙ্গত, ওয়াকফ আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানের একাধিক এলাকা। সেই জায়গাগুলোতে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত ৩ জন এই ঘটনায় মারা গিয়েছেন।  

Read more!
Advertisement
Advertisement