Advertisement

Bangladesh Violence-BSF : বাংলাদেশে হিংসার ঘটনায় হাই অ্যালার্টে BSF-ও, 'ভারতীয়দের নিরাপদে ফেরানোয় চ্যালেঞ্জ'

বাংলাদেশে হিংসার ঘটনায় হ্য়াই অ্যালার্টে BSF। যে কোনও পরিস্থিতির মোকাবিলাযর জন্য প্রস্তুত সীমান্তরক্ষী বাহিনী (BSF)। বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস জানান, বাংলাদেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিএসএফের জন্যও উদ্বেগের বিষয়। '

BSF On High Alert
Aajtak Bangla
  • ঢাকা ও দিল্লি ,
  • 21 Jul 2024,
  • अपडेटेड 7:27 PM IST
  • বাংলাদেশে হিংসার ঘটনায় হ্য়াই অ্যালার্টে BSF
  • যে কোনও পরিস্থিতির মোকাবিলাযর জন্য প্রস্তুত সীমান্তরক্ষী বাহিনী (BSF)

বাংলাদেশে হিংসার ঘটনায় হ্য়াই অ্যালার্টে BSF। যে কোনও পরিস্থিতির মোকাবিলাযর জন্য প্রস্তুত সীমান্তরক্ষী বাহিনী (BSF)। বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস জানান, বাংলাদেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিএসএফের জন্যও উদ্বেগের বিষয়। কারণ তাঁদের আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করতে হয়। তাঁর কথায়, 'আমরা পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি সচেতন। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ওপার থেকে আসা অপরাধীরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেই দিকটি ভালোভাবে খেয়াল রাখা হচ্ছে। নজরদারি চলছে।'  

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ওই আধিকারিক জানিয়েছেন, উচ্চ পর্যায়ের প্রস্তুতি নিশ্চিত করতে বিপুল সংখ্যক সেনা এবং সমস্ত সিনিয়র কমান্ডারকে সীমান্তে পাঠানো হয়েছে। তিনি বলেন, 'BSF দেশের সীমান্তের নিরাপত্তায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় প্রত্যাবর্তন।' 

ওই আধিকারিক আরও জানান, বাংলাদেশে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮,০০০। তাঁদের অধিকাংশই মেডিকেল কলেজে পড়াশোনা করে। অধিকাংশ শিক্ষার্থী কুমিল্লা, ব্রাহ্মণবেড়িয়া ও ঢাকার মেডিকেল কলেজে লেখাপড়া করছে। অনেকেই ত্রিপুরা হয়ে ভারতে প্রবেশের পথ বেছে নিয়েছে। বাংলাদেশে অধ্যয়নরত ৬৬ নেপালি শিক্ষার্থী সহ মোট ৩১৪ জন শিক্ষার্থী রবিবার উত্তর-পূর্ব রাজ্যের সীমান্ত দিয়ে ভারতে ফিরে এসেছে। ৩৭৯ জন শিক্ষার্থী প্রতিবেশী দেশ থেকে ১৯ এবং ২০ জুলাই ভারতে এসেছে।  বাংলাদেশ থেকে এই পর্যন্ত মোট ৬৯৩ জন শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে।' 

 বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের ভারতে প্রত্যাবর্তনের ক্ষেত্রে সাহায্য় করার জন্য BGB-কেও ধন্যবাদও জানান পীযূষ পুরুষোত্তম দাস। বলেন, 'আমি BGB-র কাছে অত্যন্ত কৃতজ্ঞ। যাঁরা বাংলাদেশের এই অবস্থার মধ্যেও ভারতীয়দের সাহায্য করেছে। BSF ও BGB-র মধ্যে সম্পর্ক সুদৃঢ় তা প্রমাণ করে এই পকক্ষেপ। বিএসএফ আগামী দিনে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থীকে নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী। শিক্ষার্থীদের সব ধরনের সাহায্য করা হবে। সেজন্য BSF প্রস্তুত।' 

Advertisement

প্রসঙ্গত, সরকারি চাকরির আবেদনকারীদের জন্য বিতর্কিত সংরক্ষণ ব্যবস্থা প্রত্যাহার করেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। কোটা পদ্ধতি ঘোষণার পর বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হচ্ছে এবং হিংসায় প্রাণ হারিয়েছে বহু মানুষ। বাংলাদেশের সুপ্রিম কোর্ট রবিবার তার রায়ে ৯৩ শতাংশ সরকারি চাকরি মেধাভিত্তিক ব্যবস্থার ভিত্তিতে বরাদ্দের নির্দেশ দিয়েছে। বাকি ৭ শতাংশ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং অন্যান্য ক্যাটাগরিতে লড়াই করা সৈনিকদের আত্মীয়দের জন্য বরাদ্দ করা হয়েছে।

এর আগে ৩০ শতাংশ সংরক্ষিত ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য। এদিন প্রায় তিনঘণ্টা ধরে শুনানি চলে। তারপর রায় দেয় শীর্ষ আদালত। একইসঙ্গে পড়ুয়াদের ক্লাসে ফিরে যাওয়ার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement