Advertisement

Bangladesh Suspends Visa Services: ভারতে কোন ৩টি ভিসা অফিস বন্ধ করল বাংলাদেশ? পাল্টা দিল্লির কী পদক্ষেপ

ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ফের অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ ৷ উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভিসা-কেন্দ্রগুলির নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়ে দিল্লি ৷ নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) বন্ধ করে দেওয়া হয়। ভারতের পালটা বাংলাদেশও এবার সেইপথে। সোমবার নয়াদিল্লির ভিসাকেন্দ্র অনির্দিষ্টকালর জন্য বন্ধের সিদ্ধান্ত নেয় ঢাকা। সোমবার বাংলাদেশ হাই কমিশনের তরফে এমনটাই জানানো হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং আগরতলার বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 ভিসা পরিষেবা কেন্দ্র বন্ধ করে দিল বাংলাদেশ ভিসা পরিষেবা কেন্দ্র বন্ধ করে দিল বাংলাদেশ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 9:43 AM IST

ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ফের অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ ৷ উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভিসা-কেন্দ্রগুলির নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়ে দিল্লি ৷ নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে  ভারতের ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) বন্ধ করে দেওয়া হয়। ভারতের পালটা বাংলাদেশও এবার সেইপথে। সোমবার  নয়াদিল্লির ভিসাকেন্দ্র অনির্দিষ্টকালর জন্য বন্ধের সিদ্ধান্ত নেয় ঢাকা। সোমবার বাংলাদেশ হাই কমিশনের তরফে এমনটাই জানানো হয়।  পাশাপাশি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং  আগরতলার বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা  না আসা পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। 

জানা যাচ্ছে  মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য  আগরতলার ভিসা-কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হচ্ছে অন্য কনসুলার পরিষেবাও। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দিল্লি বা শিলিগুড়ির মতো এ ক্ষেত্রেও স্পষ্ট করেনি ঢাকা। যদিও কলকাতায় উপহাইকমিশন থেকে এখনওপর্যন্ত পরিষেবায় কোনও বিঘ্ন ঘটেনি। সোমবার রাতে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন জানিয়েছে, অনিবার্য কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আগরতলায় ভিসা এবং কনসুলার পরিষেবা বন্ধ থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

বাংলাদেশের এই সিদ্ধান্তকে কূটনৈতিক মহলে স্পষ্টভাবেই ‘পাল্টা পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে। কারণ, একদিন আগেই অর্থাৎ রবিবার বাংলাদেশের চট্টগ্রামে  অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (IVAC) অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করে ভারত। যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সেখানে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব ধরনের কনস্যুলার ও ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।’ পরিষেবা বন্ধ থাকায় যাঁরা সমস্যায় পড়ছেন, তাঁদের কাছে দুঃখপ্রকাশও করেছে হাই কমিশন।

Advertisement

এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে থাকা ভারতীয় সব ভিসাকেন্দ্র (আইভ্যাক) সম্পূর্ণভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত সোমবার ঢাকার যমুনা ফিউচার পার্কে আইভ্যাক পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।  ভারতীয় হাইকমিশন জানিয়েছে, গত সপ্তাহে নিরাপত্তাজনিত কারণে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার একদিনের জন্য বন্ধ রাখা হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা পুনরায় চালু করা হয়। বন্ধের দিনে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প তারিখে ভিসা আবেদন করার সুযোগ দেওয়া হয়। হাইকমিশন আরও জানিয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও মানবিক বিবেচনায় চিকিৎসাসহ জরুরি ভিসাসেবা চালু রাখতে সচেষ্ট রয়েছে ভারতীয় হাইকমিশন। এ কারণে ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীর আইভ্যাক কেন্দ্রগুলোতে ভিসা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রয়েছে। ১৮-১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে সহকারী হাইকমিশনারের প্রবেশপথে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় নিরাপত্তার গুরুতর উদ্বেগ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

Read more!
Advertisement
Advertisement