গত কয়েকবছর ধরেই নানা দাবিদাওয়া নিয়ে শিক্ষকদের আন্দোলন দেখছে শহর কলকাতা। একাধিকবার পথে নেমেছেন তাঁরা। এবার শিক্ষকদের আন্দোলনে স্তব্ধ হল প্রতিবেশি বাংলাদেশের রাজধানী ঢাকাও। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। আজকের কর্মসূচি ছিল সেই দাবিগুলোরই অংশ।
শিক্ষকদের ব্লকেডে রাজধানী ঢাকার শাহবাগ হয়ে রামনা, এলিফ্যান্ট রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানচলাচল প্রায় বন্ধ হয়ে যায়। যানজটে আটকে পড়েন আমজনতা। নিজেদের তিন দফা দাবি নিয়ে বিজ্ঞপ্তি জারির আর্জি জানিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।
আন্দোলনরত হাজার হাজার শিক্ষকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় হয়ে যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক’, ‘২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে, দিয়ে দাও’, ‘দাবি মোদের একটাই, দ্রুত প্রজ্ঞাপন চাই’।
শিক্ষকদের দাবি কী?
মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত রবিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে সারা বাংলাদেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তাঁরা। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে জল ছুড়ে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরদিন সোমবার থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে আন্দোলন করছিলেন তাঁরা। শিক্ষক-কর্মচারীদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।