সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্কে শৈত্যের আবহে এবার ভারতের আমন্ত্রণ রক্ষা না করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। ভারতের আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকে। তবে ওই অনুষ্ঠানে ভারতে যোগ দেবেন না বাংলাদেশের কোনও প্রতিনিধি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দফতরের ভারপ্রাপ্ত ডিরেক্টর মমিনুল ইসলাম। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
এই প্রসঙ্গে bdnews 24-কে মমিনুল জানিয়েছেন, ১ মাস আগেই আইএমডি-র থেকে আমন্ত্রণ পেয়েছেন তাঁরা। তাঁর কথায়, 'ভারতের আবহাওয়া দফতর তাদের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। ওদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।' এরপরেই তিনি বলেছেন, 'তবে আমরা অনুষ্ঠানে যোগ দিচ্ছি না। অত্যাবশ্যক নয়, এমন বিদেশ সফর সরকারি খরচে না করার বিষয়ে বাধ্যবাধকতা থাকায় যাওয়া হচ্ছে না।'
হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে তাল কেটেছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে কড়া ভাষায় সরব হয়েছে ভারত। যার পাল্টা সরব হয়েছে বাংলাদেশের ইউনূস সরকার। সম্প্রতি বাংলার মালদায় বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো ঘিরে উত্তাপ ছড়িয়েছে। এই আবহে ভারতের আমন্ত্রণে আইএমডি-র অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত যেভাবে নিল বাংলাদেশ, তা এই আবহে আলাদা মাত্রা যোগ করেছে।
অন্য দিকে, দেশ ছাড়ার পর ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার প্রত্যর্পণে মরিয়া মহম্মদ ইউনূসের সরকার। সম্প্রতি ভারতে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর পাল্টা এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হল, হাসিনার প্রত্যর্পণের সঙ্গে ভারতে ভিসার মেয়াদ বাড়ানোর কোনও সম্পর্ক নেই। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। বাংলাদেশে বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, 'বাংলাদেশি নাগরিক হিসাবে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আমরা অনুরোধ করেছি। ভারতে তাঁর কী স্টেটাস, তার সঙ্গে আমাদের অনুরোধের কোনও সম্পর্ক নেই। এটা আমাদের বিবেচনার বিষয় নয়।'