Bangladesh Unrest LIVE: 'বাংলাদেশে সব ধর্মের মানুষ থাকেন, শান্তি ফেরাতেই হবে,' বললেন তারেক

Aajtak Bangla | কলকাতা | 25 Dec 2025, 3:54 PM IST

১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে সপরিবারে দেশে পৌঁছন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেকের এই প্রত্যাবর্তন কেবল তাঁর দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ঢাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা ৷ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷

তারেক রহমান

১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা দিলেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে সপরিবারে দেশে পৌঁছন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেকের এই প্রত্যাবর্তন কেবল তাঁর দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ঢাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা ৷ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ 
 

3:54 PM (9 hours ago)

নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, বললেন তারেক

Posted by :- sumana

তারেক বলেন, ‘সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু- যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে।’

3:42 PM (9 hours ago)

নিরাপদ বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

Posted by :- sumana

নিরাপদ বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই, বক্তব্য রাখতে গিয়ে বললেন তারেক। দেশে শান্তি-শৃঙ্খলা ধরে রাখার কথা  বললেন। দেশের সকল মানুষকে নিরাপদ রাখার কথা বললেন। 
 

3:40 PM (9 hours ago)

পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছি

Posted by :- sumana


বাংলাদেশের সময় বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানমঞ্চে ওঠেন। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।  শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান। মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

3:38 PM (9 hours ago)

বাংলাদেশে শান্তি চাই, বললেন তারেক

Posted by :- sumana

নতুন করে দেশ গড়ার ডাক দিলেন তারেক রহমান। বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার কথা বললেন। 

 

3:32 PM (9 hours ago)

এই দেশে সব ধর্মের মানুষ বাস করেন: তারেক রহমান

Posted by :- Arindam

বাংলাদেশে ফিরে বিএনপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। বললেন, '৭১ সালে এই দেশ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এই দেশের ছাত্র, জনতা, নারী, পুরুষ, দলমত নির্বিশেষে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এই দেশে সব ধর্মের মানুষ বাস করেন। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।' 

3:12 PM (10 hours ago)

বাংলাদেশে মব-এর শাসন চলছে: বাংলাদেশ ছাত্রলিগের সভাপতি সাদ্দাম হুসেন

Posted by :- Arindam

বাংলাদেশের বর্তমান সঙ্কট নিয়ে নিষিদ্ধ হয়ে যাওয়া বাংলাদেশ আওয়ামী লিগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসেন বলেন, “বাংলাদেশে এখন পুরোপুরি আইনহীনতার পরিস্থিতি তৈরি হয়েছে। কার্যত দেশটা এখন জনতার ভিড় বা মবের শাসনে চলছে।”
 

2:15 PM (11 hours ago)

সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

Posted by :- sumana

দেড় যুগের দীর্ঘ নির্বাসন ভেঙে মাতৃভূমিতে ফিরে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জড়ো হওয়া নেতাকর্মীদের সংবর্ধনা মঞ্চে যাওয়ার পথে এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, 'সবার প্রতি কৃতজ্ঞতা।'
 

2:14 PM (11 hours ago)

হাসিনার আসনে প্রার্থী হচ্ছেন এক হিন্দু

Posted by :- Arindam

বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করা আসন থেকেই এবার নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এক হিন্দু নেতা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক নির্দল প্রার্থী হিসেবে ভোটে নামতে চলেছেন বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার। পেশায় আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামাণিক গোপালগঞ্জ-৩ (কোটালিপাড়া–টুঙ্গিপাড়া) কেন্দ্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হতে চলা জাতীয় সংসদ নির্বাচনেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডেইলি স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে প্রামাণিক বলেন, 'আমি নিজেকে একজন নিরপেক্ষ মানুষ হিসেবেই দেখি। কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই, কখনও দলীয় রাজনীতিতেও যুক্ত ছিলাম না।' তাঁর দাবি, দলীয় বিধিনিষেধের কারণে অনেক সময় নির্বাচিত সাংসদরা সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে পারেন না। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠে মানুষের পক্ষে কথা বলতেই তিনি নির্বাচনে নামছেন।

1:32 PM (11 hours ago)

তারেক রহমানের পোষা বেড়াল

Posted by :- Sukamal

তারেক রহমানের পোষা বেড়াল জেবুর ছবি ভাইরাল। ‘ভিআইপি’ মর্যাদায় বিশেষ ধরনের খাঁচায় চেপে সেও দেশে ফিরেছে। ‘ভিআইপি বেড়াল’ নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

1:32 PM (11 hours ago)

ইউনূসকে ফোন করলেন তারেক

Posted by :- Arindam

ঢাকায় ফিরে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ফোন করলেন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। মেগা র‍্যালি করছেন বিএনপি-র সমর্থকদের নিয়ে। ফেব্রুয়ারির নির্বাচনের আগে তারেক রহমানের প্রত্যাবর্তনে অক্সিজেন পেল বিএনপি। 

1:25 PM (12 hours ago)

গুলশানের বাড়িতে ফিরলেন তারেকের স্ত্রী

Posted by :- sumana

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাড়িতে গিয়েছেন। তারেক রহমান বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফুটে গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন।
 

1:09 PM (12 hours ago)

লালসবুজ রঙে সাজানো বাসে গণসংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান

Posted by :- Sayan

লালসবুজ রঙে সাজানো বাসে গণসংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান। আজ ১৭ বছর পর দেশে ফেরার পর তাঁকে গণসংবর্ধনা দেওয়া হবে। সেই মতো তৈরি রয়েছে বিএনপি। নিরাপত্তা জোরদার করা হয়েছে।

1:02 PM (12 hours ago)

মা খালেদা জিয়াকে দেখতে যাবেন

Posted by :- Sukamal

আজ, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে বেরোনোর সময় জুতো খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন খালেদা-পুত্র। সেই সময় কিছুটা মাটি হাতেও তুলে নেন তিনি। ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের মুখে, প্রবল রাজনৈতিক টানাপড়েনের আবহে ‘ডার্ক প্রিন্স’ তারেকের এই ফিরে আসায় স্বাভাবিক ভাবেই উজ্জীবিত বিএনপি শিবির।

12:55 PM (12 hours ago)

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক

Posted by :- sumana

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। 

12:28 PM (12 hours ago)

সংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন তারেক

Posted by :- sumana

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তাঁর জন্য আগে থেকেই লাল, সবুজ রঙে একটি বাস সাজিয়ে রাখা হয়েছিল।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫মিনিটে তিনি সড়ক পথে একটি বিশেষ বাসে করে রওনা দেন। একই বাসে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

12:22 PM (13 hours ago)

খালি পায়ে দেশের মাটি অনুভূব করলেন তারেক

Posted by :- Arindam

দীর্ঘ ১৭ বছর জন্মভূমিতে পা রাখেননি তারেক রহমান। আজ ফিরলেন বিএনপি-র অ্যাক্টিং চেয়ারম্যান। মা খালেদা জিয়া ভেন্টিলেটরে রয়েছেন। বিএনপি-র গুরুদায়িত্ব এখন তারেকের হাতেই। আজ বাংলাদেশে ফিরে তারেক রহমান খালি পায়ে কিছুক্ষণ দাঁড়ালেন দেশের মাটিতে। 

খালি পায়ে বাংলাদেশের মাটি অনুভূব করলেন তারেক
12:01 PM (13 hours ago)

সর্বাধিক সংখ্যক বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট

Posted by :- Arindam

চলতি বছরে দিল্লি থেকে সর্বাধিক সংখ্যক বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করা হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালেই দিল্লি থেকে প্রায় ২,২০০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, যা আগের কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি। তুলনামূলকভাবে, ২০২৪ সালে ১৪ জন, ২০২৩ সালে ৫ জন এবং ২০২২ সালে ৫০ জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের কড়া নির্দেশের পরেই এই অভিযান আরও জোরদার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ডিপোর্ট হওয়া অনেকেই ভুয়ো নথির মাধ্যমে ভারতে বসবাস করছিলেন। তাদের কাছে নকল আধার কার্ড, ভুয়ো ভোটার আইডি কার্ড সহ একাধিক জাল পরিচয়পত্র পাওয়া গেছে। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশ ধারাবাহিকভাবে একটি বিশেষ অভিযান চালাচ্ছে, যার লক্ষ্য অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করা এবং আইন মেনে তাদের দেশে ফেরত পাঠানো। প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

11:55 AM (13 hours ago)

ঢাকায় তারেক বরণ

Posted by :- Arindam

ঢাকা বিমানবন্দরে সপরিবার নামলেন তারেক রহমান। স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ফুলের মালা দিয়ে জোবাইদা রহমানের মা অর্থাত্‍ তারেক রহমানের শাশুড়িও তারেক রহমানকে বরণ করে নিলেন।

তারেককে বরণ করলেন জুবেইদার মা
11:45 AM (13 hours ago)

স্বাগত জানান হল তারেককে

Posted by :- sumana

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস প্রমুখ।

11:19 AM (14 hours ago)

ঢাকায় পৌঁছলেন সপরিবারে তারেক রহমান

Posted by :- Arindam

ঢাকায় পৌঁছল তারেক রহমানের বিমান। বিএনপি-র অ্যাক্টিং চেয়ারম্যানকে স্বাগত জানাতে ব্যাপক ভিড়।  

ঢাকায় তারেককে স্বাগত জানাতে ভিড়