
শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তপ্ত। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা আর নতুন করে বলার কিছু নেই। বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরত্ম্য। গোটা দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে তারা। আর এই আবহে ভারতকে হুমকি দিলেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক কর্নেল হাসিনুর রহমান। লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হাসিনুর রহমান হুমকি দেন, ভারতের কোনও পণ্য এদেশে চলবে না। ভারতের কোনও কথাই এ দেশে কার্যকর হবে না। আমরা অনেক সহ্য করেছি, আর করব না। প্রকাশ্য সভায় এমনটাই বলেছেন হাসিনুর রহমান।
গত বেশ কয়েকদিন ধরেই অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। ওসমান হাদির মৃত্যর খবর শোনার পড়েই জ্বলছে বাংলাদেশ। অবরোধ, খুন, লুটপাঠ চলছে অবাধে। সম্প্রতি এক সভায় এসে বাংলাদেশের প্রাক্তন কর্নেল হাসিনুর রহমান বলেন, ভারতের কোনও পন্য এদেশে চলবে না। ভারতের কোনও কথাই এদেশে চলবে না। আমরা অনেক সহ্য করেছি, আর করব না। তিনি আরও বলেন, সীমান্ত হল তারকাঁটার বেড়া। আমরা বাঙালি একজাতির দেশ। ওই তারকাঁটা বেচে কটকটি খেয়ে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে যাব। BSF হবে ছিটমহল। আপনারা পশ্চিমবঙ্গের সঙ্গে ফাজলামি করছেন? আমরা একজাতের। আমরা দিল্লির এই আচরণ সহ্য করব না।
তাঁর কথায়, এখন আমাদের শান্ত থাকার সময় নয়, এখন প্রতিশোধ নেওয়ার সময়। ভারত ৫৪ বছর আমাদের শোষন করছে। এখন আমাদের পালা। আমাদের প্রতিবেশি পশ্চিমবাংলা, অসম। এরা আমাদের স্বাধীনতার সময় সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি। আমাদের শত্রু আওয়ামী লিগ। আজকে আমাদের ভাই হাদির এই ঘটনার জন্য দায়ি ভারত। আমরা ভারতকে শিক্ষা দেব। ভারতের সীমান্ত পরিবর্তন করে দেব। ভারতের ভৌগলিক অবস্থান থাকবে না। আমি সিরাজ-উদ-দৌল্লার বাংলা চাই। ভারত আমাদের একমাত্র শত্রু। আপনারা আপনাদের বাচ্চাদের শেখাবেন ভারতই আমাদের একমাত্র শত্রু। আমরা প্রতিটি রক্তের বদলা নেব। এর আগেও লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হাসিনুর রহমান হুমকি দিয়েছিলেন যে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠায়, তাহলে বাংলাদেশে ভারতীয় সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হবে।