
ছাত্রনেতা শরিফ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে অশান্তি ভয়াবহ রূপ নিয়েছে। সেই হিংসার মধ্যেই লক্ষ্মীপুর জেলায় মর্মান্তিক ঘটনা। ভোররাতে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুকন্যার। ঘটনায় গুরুতর জখম হয়েছে তার দুই দিদি ও বাবা। রাজনৈতিক হিংসার এই নৃশংসতা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে ভোররাতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই আগুনেই প্রাণ যায় বেলালের কনিষ্ঠ কন্যা আয়েশা আক্তারের (৭)। তার দুই দিদি সালমা আক্তার (১৬) ও সামিয়া আক্তার (১৪) গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন। বেলাল নিজেও আগুনে ঝলসে যান।
বেলালের মা হাজেরা বেগম জানান, রাত প্রায় ১টা নাগাদ আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় বেরোতে সমস্যা হয়। কোনওরকমে দরজা ভেঙে বেরোন বেলাল। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনা ঘটেছে ছাত্রনেতা শরিফ উসমান হাদির মৃত্যুর পর টানা তৃতীয় দিনের অশান্তির মধ্যে। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। তার পর থেকেই ঢাকাসহ বিভিন্ন এলাকায় দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চলছে। আক্রান্ত হয়েছে ‘প্রথম আলো’, ‘ডেইলি স্টার’-এর অফিস, এমনকি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনও।
এদিকে রাজশাহী ও চট্টগ্রামে ভারতের কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসার খবরও মিলেছে। একটি ঘটনায় এক হিন্দু ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ঢাকার বিশ্ববিদ্যালয় চত্বরে কড়া নিরাপত্তায় হাদির শেষকৃত্য সম্পন্ন হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে রাজনৈতিক অস্থিরতার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই মনে করছে প্রশাসন।