Advertisement

Pori Moni Son Birthday: মা ডাকে 'পুণ্য' বাবা ডাকে 'রাজ্য', পরী-রাজের ছেলের জন্মদিনে নাম নিয়ে টানাটানি

Pori Moni Son Birthday: বাংলাদেশের তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে তাঁরা একে-অপরের পথ আলাদা করে নিয়েছেন। তাঁদের একমাত্র ছেলে মা পরীর কাছেই থাকে। শনিবার ছিল পরী ও শরিফুল রাজের ছেলের জন্মদিন। ২ বছরে পা দিল সে। আর জন্মদিনেই তৈরি হল পরী-রাজের ছেলের নাম নিয়ে বিভ্রান্তি।

পরীমণি-শরিফুল রাজ
Aajtak Bangla
  • ঢাকা,
  • 11 Aug 2024,
  • अपडेटेड 10:26 AM IST
  • বাংলাদেশের তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি।

বাংলাদেশের তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে তাঁরা একে-অপরের পথ আলাদা করে নিয়েছেন। তাঁদের একমাত্র ছেলে মা পরীর কাছেই থাকে। শনিবার ছিল পরী ও শরিফুল রাজের ছেলের জন্মদিন। ২ বছরে পা দিল সে। আর জন্মদিনেই তৈরি হল পরী-রাজের ছেলের নাম নিয়ে বিভ্রান্তি। তাঁদের সন্তানের আসল নাম কী, তা জানতে চাইছেন তাঁদের ভক্ত-অনুরাগীরা। 

রাজ-পরীর বিচ্ছেদের পর পরী তাঁর ছেলের নাম রেখেছিলেন পুণ্য। সেই নামেই তাকে ডাকেন বাংলাদেশী নায়িকা। শুক্রবার রাত থেকেই পরী ছেলের জন্মদিন উদযাপন করছেন। সেখানে তাঁকে পুণ্য বলেই সম্বোধন করেছেন নায়িকা। অপরদিকে রাজ তাঁর ছেলের পুরনো নাম রাজ্য বলেই তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। ছেলের নাম নিয়ে সোশ্যাল মিডিয়াতেই যুদ্ধ লেগে গিয়েছে পরী ও শরিফুল রাজের। প্রসঙ্গত, ছেলের জন্মদিন গতবারও জাঁকজমকের সঙ্গে পালন করতে দেখা গিয়েছিল পরীকে। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি।

তবে পরী এই বছর একাই তাঁর সন্তানের জন্মদিন পালন করলেন। শুক্রবার রাত ১২টার একটু আগে তাঁর দেশে জাতীয় পশু বাঘের আদলে তৈরি একটি কেক কাটেন। এই ভিডিও শেয়ার করে নিয়েছেন পরী তাঁর ফেসবুক পেজে। শনিবার নদীর পাড়েও পরী তাঁর ছেলের জন্মদিন পালন করেছেন, আর সেখানে তাঁকে পুণ্য বলে সম্বোধন করেন। ফুল, খেলনা দিয়ে সাজানো সেই জলযানে অভ্যাগতরা উপস্থিত। সবুজ পোশাকে সেজে সকলের কোলে হাসিমুখে পরীমণির পুণ্য। সুন্দর করে সেজেছেন নায়িকাও। ছেলে কোলে আনন্দে নাচতেও দেখা গিয়েছে তাঁকে।

সেই অনুষ্ঠানে বাবা শরিফুল রাজকে দেখা যায়নি। ছেলের জন্মের সময় পায়ের ছাপ তুলেছিল শরিফুল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছেলের পুরো নাম লেখেন, শাহীম মুহাম্মদ রাজ্য। শুভ জন্মদিন। আর সেখানেই অনেকে জিজ্ঞেস করেছেন যে ছেলের আসল নাম কী। আসলে ছেলের নাম আগে পরী ও রাজ মিলে রাজ্য রাখলেও পরে তাঁদের বিচ্ছেদের পরপরই পরী তাঁর ছেলের নাম পুণ্য রাখেন। তিনি রাজের দেওয়া নাম রাখতে রাজি ছিলেন না। সোশ্যাল মিডিয়াতেও পরীমণি ছেলের নাম বদল করার কথা জানিয়েছিলেন সেই সময়।     

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement