Advertisement

Jaya Ahsan: 'বহু বছর ধরেই একসঙ্গে আছি', কার প্রেমে পড়লেন জয়া?

Jaya Ahsan: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একের পর এক ছবিতে চুটিয়ে কাজ করে চলেছেন জয়া। তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। পেশাগত জীবন নিয়ে নায়িকা যতটা খোলামেলা ঠিক ততটাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই।

জয়া আহসানজয়া আহসান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 4:15 PM IST
  • দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একের পর এক ছবিতে চুটিয়ে কাজ করে চলেছেন জয়া। তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। পেশাগত জীবন নিয়ে নায়িকা যতটা খোলামেলা ঠিক ততটাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। জয়ার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা জানা যায় না। বহু বছর ডিভোর্স হয়েছে তাঁর। নতুন করে সংসার করার কথা কী ভাবছেন তিনি? এক সাক্ষাৎকারে এসে জয়া জানালেন দ্বিতীয় বিয়ের ভাবনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে জয়া প্রথমবার জানিয়েছেন তাঁর জীবনে বিশেষ মানুষ আছেন। জয়ার কথায়, কোনও মানুষই একা থাকতে পারেন না, তাঁর জীবনেও রয়েছেন তেমনই এক বিশেষ মানুষ। তবে সেই মানুষটির নাম বলেননি ঢাকাই নায়িকা। জয়া জানিয়েছেন, নায়িকার সেই বিশেষ মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নয়। জয়া আরও বলেছেন যে তাঁরা বহু বছর ধরেই একসঙ্গে রয়েছেন। সেই ব্যক্তি জয়ার খুব ভাল বন্ধু। তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেয়। বাংলাদেশী নায়িকা আরও জানিয়েছেন যে তাঁর এই পেশার কারণে তাঁদের একসঙ্গে খুব একটা সময় কাটানো হয় না। জয়ার মতো সেই ব্যক্তিও নিজের জীবনকে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তাঁরা নিজেদের মতো করে সময় কাটাতে ভালোবাসেন। 

জয়া জানিয়েছেন তাঁর সঙ্গী ঠিক তাঁর মতোই শান্ত আর সেই কারণেই নায়িকার তাঁকে পছন্দ। কবে বিয়ে করবেন? এই প্রশ্নের উত্তরে জয়া জানিয়েছেন যে এটা নিয়ে তিনি এখনই কিছু বলতে পারছেন না। বিয়ে করার যে খুব তাড়াতাড়ি ইচ্ছে হবে বা আদৌও হবে কিনা, তা নিয়ে এখনই কিছু ভাবেননি। বিয়ে নিয়ে কোনও খারাপ ধারণা জয়ার নেই। তবে এখনই তা নিয়ে তিনি সিদ্ধান্ত নেননি। প্রসঙ্গত, জয়া ১৯৯৮ সালে অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেছিলেন। ফয়সাল বাংলাদেশে খ্যাতনামা মডেল ও অভিনেতা।

২০১১ সালে বিয়ের ১৩ বছর পর, দাম্পত্য ভাঙার সিদ্ধান্ত নেন তাঁরা। ডিভোর্সের কারণ নিয়ে কখনোই খুব বেশি মুখ খোলেননি অভিনেত্রী। তবে শোনা যায়, একই পেশায় কাজ করা সত্ত্বেও সাফল্যের দিক দিয়ে জয়া এগিয়ে গিয়েছিলেন অনেকটাই। আর সেটা নিয়েই নাকি সমস্যা শুরু। ফয়সাল রূপোলি পর্দার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বর্তমানে। তবে প্রাক্তন স্বামী অন্তরালে চলে গেলেও, জয়া চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি জয়ার ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সব মিলিয়ে জয়ার কেরিয়ার এখন মধ্য গগনে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement