Advertisement

Jaya Ahsan-Jamdani: 'RIP জামদানি', বাংলাদেশের জয়া আহসান ব্যাপক ট্রোলের মুখে, কেন?

Jaya Ahsan-Jamdani: বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি ঢাকাই জামদানি। যার কদর দুই বাংলাতে যেমন রয়েছে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও এই শাড়ির মান সবার ওপরে। সম্প্রতি এই জামদানি শাড়িকে একেবারে অন্যরকমভাবে পরতে দেখা গেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

ট্রোলের মুখে জয়া আহসান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 11:17 AM IST
  • বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি ঢাকাই জামদানি।

বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি ঢাকাই জামদানি। যার কদর দুই বাংলাতে যেমন রয়েছে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও এই শাড়ির মান সবার ওপরে। সম্প্রতি এই জামদানি শাড়িকে একেবারে অন্যরকমভাবে পরতে দেখা গেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। মুম্বইয়ের এক অনুষ্ঠানে অভিনেত্রীকে একেবারে অন্যভাবে এই শাড়ি পরতে দেখা যায়। আর এই ছবি ও ভিডিও পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় জয়াকে নিয়ে ট্রোলের বন্যা। 

ছবি সৌজন্যে: ফেসবুক

জয়াকে এই জামদানি শাড়ি একেবারে ব্যতিক্রমী স্টাইলে পরতে দেখা গিয়েছিল। ঘন নীল রঙের ঢাকাই জামদানি  শাড়ি, তাতে সবুজ-হলুদ-লাল ছোট ছোট ফুলের বুটি। বয়ে গেছে সরু ইঞ্চিপাড়ও। সাধারণত শাড়ি যেভাবে পরা হয়, সেভাবে পরা হয়নি। অনেকটা মারীাঠিদের ধুতি-স্টাইলে শাড়ি পরা হয়েছে। বুকের দু'পাশ দিয়ে দু'কাঁধে রাখা আঁচল। তার ওপরে মাল্টিকালারের কাঁথাস্টিচের শার্ট চাপানো। সেই সঙ্গে কোমরে বাঁধা ঘুঙুরের বেল্ট, হাতে রঙিন কাপড়ের চুড়ি। সব মিলিয়ে, ঢাকাই শাড়ি পরা নারী বলতেই যে ছবি ভেসে ওঠে, এই ছবি তার চেয়ে পুরোপুরি আলাদা।

তবে এই শাড়ি পরার ভিডিও-ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ সরব হন। অনেকেই জয়ার এই শাড়ি পরার ধরনকে মেনে নিতে পারছেন না। অনেকেই জয়াকে লিখেছেন, RIP জামদানি শাড়ি। আবার অনেকে লিখেছেন, জামদানি শাড়ির অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। কেউ কেউ লিখেছেন, শাড়ি যেভাবে পরার নিয়ম সেভাবে পরলেই ভাল লাগে তার উপর সেটা যদি হয় দেশের ঐতিহ্য। দেখাতে হলে বিকিনি আছে তো। আবার কারের মতে, জামদানি শাড়ির মান-সম্মান শেষ। 

প্রসঙ্গত, এর আগেও জয়া জামদানি শাড়ি পরেছেন। তবে সেটা ঐতিহ্য মেনেই। কিন্তু মুম্বইয়ের ফিল্মফেয়ারে জয়া তাঁর দেশের এই ঐতিহ্যময় শাড়িকে একটু অন্যভাবে তুলে ধরতে চেয়েছিলেন। জয়া তাঁর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন যে বাংলাদেশের এই ঢাকাই জামদানি শাড়ি সাধারণত যেভাবে পরা হয়, তিনি সেভাবে না পরে একটু অন্যভাবে স্টাইল করেছেন। এরপর তিনি জামদানি শাড়ির ইতিহাস ছোট করে জানিয়েছেন। তবে জয়ার এই ঢাকাই জামদানিকে অন্য দেশের মঞ্চে এভাবে তুলে ধরায় অনেকেই অভিনেত্রীর ওপর ক্ষুব্ধ। যদিও জয়া এই নিয়ে একেবারেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। তিনি বরাবরই নিজের স্টাইলকে আলাদাভাবে রাখতে পছন্দ করেন।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement