বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণি। জনপ্রিয়তা এপার বাংলাতেও কম কিছু নেই। প্রায়ই ব্যক্তিগত বিষয় নিয়ে শিরোনামে থাকেন নায়িকা। এবারও দুই বাংলায় জোর চর্চা চলছে পরীর প্রেম নিয়ে। ঢালিউডে কান পাতলেই শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন পরী। যদিও ফেলু বক্সী ছবি মুক্তির সময়ই কলকাতায় এসে পরী এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তাঁর মতো ফাটিয়ে এত প্রেম ইন্ডাস্ট্রিতে কেউ করেনি, তাই পরীমণির প্রেমের কোটা শেষ। কিন্তু বসন্ত এখন আকাশে-বাতাসে আর পরীর মনের দরজাতেও কড়া নাড়ছে। তাতে সাড়া না দিয়ে কি থাকতে পারেন পরী?
বাংলাদেশের সবচেয়ে চর্চিত নায়িকাদের মধ্যে অন্যতম পরীমণি। অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই বিভিন্ন গুঞ্জন উঠে থাকে। সম্প্রতি পরীমনির জীবনে নতুন প্রেমের খবর রটেছে। সোশ্যাল মিডিয়াতে তাঁর একটি পোস্টের মাধ্যমে আবারও এই প্রশ্ন উঠে এসেছে যে, পরীমণি কি সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন? সম্প্রতি পরী তাঁর ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি ঘিরে জল্পনা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। পরীর পোস্টে দেখা যাচ্ছে, কারওর বাহুডোরে আবদ্ধ হয়ে তিনি একটি ছবি পোস্ট করেন। সেই ব্যক্তির পরনে সাদা রঙের একটি শার্ট। আর পরী লেপ্টে রয়েছেন তাঁর বুকের মাঝে।
কার বুকে মাথা রেখেছেন পরী, তা জানা যায়নি। এই ছবি শেয়ার করে পরী ক্যাপশনে লেখেন, 'প্রেম ফিরে আসুক ভালবাসা হয়ে। জীবন ভালবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জুড়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন হোক। প্রেম ফিরে ফিরে আসুক ভালবাসা হয়ে। আবার চলে যাক, শরতের সাদা শুভ্র মেঘের মত। শুধু ঐ মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মত।' বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে পরীর প্রেমে পড়ার খবর। গায়ক শেখ সাদীর সঙ্গেই চলছে নায়িকার প্রেম।
তবে পরীর শেয়ার করা এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে হয়ত পরী আবার প্রেমে পড়েছেন। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর পরী তাঁর সন্তান রাজ্যকে নিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন। গত বছরই দত্তক নিয়েছেন এক কন্যা সন্তানকেও। টলিউডে ফেলু বক্সী দিয়ে পরী ডেবিউ করেন বাংলা সিনেমায়। এছাড়াও ওপার বাংলাতেও চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। চলতি বছরের গোড়ায় একটি মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় বাংলাদেশি নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই সময়ও তাঁর জামিনদার হয়েছিলেন গায়ক। আদালতে পরী মণির পাশে দেখা গিয়েছিল সুরেলা যুবককে। সাদীর সঙ্গে পরীকে একাধিকবার দেখা গেলেও নিজেদের ভাল বন্ধু বলেই দাবি করে এসেছেন তাঁরা।