Advertisement

Pori Moni: চুল কেটে ফেললেন পরী, কেমন লাগছে বাংলাদেশী নায়িকাকে?

Pori Moni: বাংলাদেশী নায়িকা পরীমণি এপার বাংলাতেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। নানান কারণে নায়িকা বিতর্কে থাকেন। সবটাই তাঁর ব্যক্তিগত বিষয় নিয়েই। তবে তাঁর রূপের আগুনে ঝলসে যান না এমন পুরুষের সংখ্যা নেহাত কম নেই। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন পরী। তাঁর সৌন্দর্যের প্রধান বিষয়ই হল তাঁর লম্বা একঢাল চুল।

চুল কেটে ফেললেন পরী
Aajtak Bangla
  • ঢাকা,
  • 08 Oct 2024,
  • अपडेटेड 11:21 AM IST
  • বাংলাদেশী নায়িকা পরীমণি এপার বাংলাতেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।

বাংলাদেশী নায়িকা পরীমণি এপার বাংলাতেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। নানান কারণে নায়িকা বিতর্কে থাকেন। সবটাই তাঁর ব্যক্তিগত বিষয় নিয়েই। তবে তাঁর রূপের আগুনে ঝলসে যান না এমন পুরুষের সংখ্যা নেহাত কম নেই। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন পরী। তাঁর সৌন্দর্যের প্রধান বিষয়ই হল তাঁর লম্বা একঢাল চুল। এই চুল তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু পুজোর আগেই পরী চুল কেটে ফেললেন। সোশ্যাল মিডিয়ায় নজেই সেই কথা শেয়ার করে জানিয়েছেন। 

পরীর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই তাঁর একাধিক চুল খোলা ছবি দেখতে পাওয়া যায়। যেখানে তাঁকে অপরূপ সুন্দরী লাগছে। কিন্তু এবার একটু নতুন স্টাইল করার ইচ্ছাতেই পরী তাঁর সাধের লম্বা চুল কেটে ফেললেন। বাংলাদেশী নায়িকা যে ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁকে দেখা যাচ্ছে নায়িকা পরে রয়েছেন নীল রঙের টি-শার্ট ও সাদা রঙের প্যান্ট। সামনের টেবিলে রাখা পরীর চুল। খুব বেশি চুল পরী কাটেননি, অল্প করেই চুল কেটে নতুন স্টাইলে সেজেছেন তিনি। হেয়ার স্টাইলিস্টের সঙ্গে ছবি পোস্ট করে পরী ক্যাপশনে লিখেছেন, অবশেষে আমার নতুন চুল কাটা হয়ে গিয়েছে। পরীর এই নিউ লুকস তাঁর ভক্তদের মুগ্ধ করেছে। 

গত বছর স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের কারণে চর্চায় ছিলেন পরীমণি। এখন পুত্র রাজ্য ও দত্তক নেওয়া মেয়েকে নিয়ে পরীর ছোট সংসার। কাজেও ফিরেছেন অভিনেত্রী।  প্রায় সময়ই নানান ভিডিও, ছবি কিংবা পোস্ট দিয়ে নেটিজেনদের মাতিয়ে রাখেন পরীমণি। দাম্পত্য জীবনের টানাপোড়েনে গেল বছর ভেঙে যায় রাজ-পরীমণির সংসার। বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই দিন পার করছিলেন তিনি। এসবের মাঝেই তার জীবনে আগমন ঘটে ছোট্ট আরেক পরীর। যাকে নিজের মেয়ের পরিচয়ে দত্তক নেন পরীমণি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই জীবন কাটাচ্ছেন এই নায়িকা।

Advertisement

মাঝে মাঝেই নানান বিষয় নিয়ে বিতর্কে পড়তে হয় তাঁকে। বছর তিন আগে মাদক মামলায় জড়িয়ে পরীমণিকে জেলও খাটতে হয়েছিল। এরপর জেল থেকে বেড়িয়ে নিজের মতো করেই জীবন চালানোর চেষ্টা করছেন তিনি। গত মাসে বিবাহবিচ্ছেদের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। পরী লিখেছিলেন, ‘শুকরিয়া। আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী! দুই সন্তান ও এক পোষ্যকে নিয়ে সুখের সংসার অভিনেত্রীর। এই বছরই টলিউডের ছবিতে শ্যুটিং সেরে গিয়েছেন পরী। কিন্তু ভিসা জটিলতার কারণে কলকাতায় ছবির ডাবিং করতে আসতে পারছেন না।  

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement