Advertisement

Pori Moni: 'ছোট থেকে আগুনে ট্রমা', বিমান দুর্ঘটনার খবর শুনে অসুস্থ পরীমণি

Pori Moni: বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি। তাঁকে নিয়ে একের পর এক বিতর্ক। ওপার বাংলার সঙ্গে এপার বাংলাতেও পরীমণি বেশ জনপ্রিয়। টলিউডেও ডেবিউ করে ফেলেছেন অভিনেত্রী। মাঝে মাঝেই বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় সরব হন অভিনেত্রী।

পরীমণিপরীমণি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jul 2025,
  • अपडेटेड 5:30 PM IST
  • বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি।

বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি। তাঁকে নিয়ে একের পর এক বিতর্ক। ওপার বাংলার সঙ্গে এপার বাংলাতেও পরীমণি বেশ জনপ্রিয়। টলিউডেও ডেবিউ করে ফেলেছেন অভিনেত্রী। মাঝে মাঝেই বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় সরব হন অভিনেত্রী। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ২৫ জন শিশু। আর এই ঘটনা শোনার পরই প্যানিক অ্যাটাক হয় অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়াতেই তিনি পোস্ট করে জানিয়েছেন যে তাঁর আগুনে ট্রমা আছে। এই মুহূর্তে পরী ভর্তি রয়েছেন ঢাকার এভারকেয়ার হাসপাতালে। 

পরী নিজেও দুই সন্তানের মা। পদ্ম বা রাজ্য হলেন পরী ও শরিফুল রাজের সন্তান। এরপর পরী আরও একটি মেয়েকে দত্তক নেন। তাই অভিনেত্রীকে দুই সন্তানের মা বলা যায়। সোমবার ঢাকার  উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এয়ার ফোর্সের এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় নিহত হয় ২৭ জন, যার মধ্যে ২৫ জনই শিশু। আর এই ঘটনার পরই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন পরী। প্যানিক অ্যাটক হয় বলে জানা গিয়েছে। তাঁকে তড়িঘড়ি ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

 

পরী হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ঙ্করভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে।'

 

আসলে খুব অল্প বয়সেই পরীমণি তাঁর মা-বাবাকে হারান। বাবার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় ২০১২ সালে। অন্য দিকে, জানা যায় এর ৫-৪ বছর আগুনে পুড়ে মারা যান তাঁর মা। আর হয়তো তারপর থেকেই আগুনে ট্রমা তৈরি হয় পরীমণির। আগুন নিয়ে সেই ভয় যে পরীমণির এখনও দগদগে তা তিনি বুঝতে পারেন সোমবারের ঘটনা দেখে। সোশ্যাল মিডিয়া জুড়ে সর্বত্র শিশুদের অগ্নিদগ্ধ শরীরের ছবি এবং আর্তনাদ। এই সবকিছু দেখে মানসিকভাবে ভেঙে পড়েন পরী। যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। 

Advertisement

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুলে আগুন ধরে যায়। এই ঘটনায় বেশিরভাগই হতাহত হয়েছে। যাদের মধ্যে ২৫ জনই শিশু।  

Read more!
Advertisement
Advertisement