বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণির জনপ্রিয়তা এপার বাংলাতেও কম কিছু নয়। তাঁর রূপের কদর দুই বাংলাতেই রয়েছে। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর ছেলেকে একাই সামলাচ্ছেন নায়িকা। গত বছর এক মেয়েকেও দত্তক নিয়েছেন তিনি। মাঝে মধ্যেই খবরের শিরোনামে চলে আসেন পরী। আর যা নিয়ে আলোচনা হয় তুঙ্গে। করোনার সময়ে কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন ঢাকাই নায়িকা। কিন্তু সেই খবর কেউ জানতেন না। সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই কঠিন সময়ের কথা জানিয়েছেন পরী।
পরীমণির সৌন্দর্যের অন্যতম দিক হল নায়িকার একঢাল লম্বা চুল। এই চুলের জন্য তাঁর সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। তিনি চুল কাটতে মোটেও পছন্দ করেন না। কিন্তু করোনার সময় হঠাৎ করেই পরীর মাথার একদিকে অনেকটা চুল উঠে যায়। যা নিয়ে খুবই চিন্তায় পড়ে যান ঢাকাই নায়িকা। পরী সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর চুল ভীষণ প্রিয়। তাই চুল কাটেনও না। নায়িকা বলেন, সেখানে মাথার অনেকটা অংশের চুল উঠে গিয়েছিল। টাক বলা যাবে না, তবে চামড়াটা কী রকম যেন হয়ে গিয়েছিল। সেটাকে কী করে ঢাকব বুঝতেই পারছিলাম না।
পরীমণি এরপর বলেন, একন অবশ্য ঠিক হয়ে গিয়েছে। পুরোপুরি সুস্থ আমি। প্রায় দেড় বছর লেগেছে। এই সময়টা বাড়ির বাইরে বেরোতে পারিনি। এই রোগটার নাম অ্যালোপেসিয়া। শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, এমনটা অনেক সময় ছেলেদের দাড়িতেও হয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে এই বাংলাতেও তাঁর জনপ্রিয়তা কম কিছু নয়। নিজের শ্যুটিং হোক বা ছেলের চিকিৎসা, পরীকে প্রায়ই কলকাতায় আসতে দেখা যেত। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হওয়ার পর থেকে এখন আর এই শহরে আসতে পারছেন না পরী।
বাংলাদেশে চুটিয়ে সিনেমা-সিরিজ করছেন তিনি। শুধু তাই নয়, গত বছর থেকে নিজের ব্যবসাও শুরু করেছেন ঢাকাই নায়িকা। মূলত মায়েদের মাতৃত্বকালীন ও নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করেন তিনি। প্রসঙ্গত, পরীমণি অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়াও কিছু সিনেমার শ্যুটিং শুরু হবে শীঘ্রই।