Advertisement

Bangladeshi Actress Sanjana: 'অনির্বাণের সব গান আমার জন্যই লেখা,' প্রেমে হাবুডুবু বাংলাদেশি নায়িকা

Bangladesh Actress Sanjana: অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এই বাংলার মেয়েদের ক্রাশ, এটা নতুন করে বলার কিছুই নেই। তাঁর হাসিতে ঘায়েল আট থেকে আশি সব মহিলারা। তবে শুধু এই বাংলায় নয়, ওপার বাংলাতেও অভিনেতাকে পাগলের মতো ভালোবাসেন একজন। যিনি বিবাহিত, রয়েছে সন্তানও। কিন্তু সেই সবের তোয়াক্কা না করেই অনির্বাণের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সঞ্জনা।

অনিবার্ণের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাংলাদেশী নায়িকা
মৌমিতা ভট্টাচার্য
  • কলকাতা,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 2:16 PM IST
  • অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এই বাংলার মেয়েদের ক্রাশ, এটা নতুন করে বলার কিছুই নেই।

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এই বাংলার মেয়েদের ক্রাশ, এটা নতুন করে বলার কিছুই নেই। তাঁর হাসিতে ঘায়েল আট থেকে আশি সব মহিলারা। তবে শুধু এই বাংলায় নয়, ওপার বাংলাতেও অভিনেতাকে পাগলের মতো ভালোবাসেন একজন। যিনি বিবাহিত, রয়েছে সন্তানও। কিন্তু সেই সবের তোয়াক্কা না করেই অনির্বাণের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সঞ্জনা। আর সেই কথা সোশ্যাল মিডিয়াতেও অকপটে জানিয়েছেন তিনি। ঠিক কতটা প্রেম রয়েছে অনির্বাণের জন্য? bangla.aajtak.in-কে জানালেন সঞ্জনা মেহরান। 

কিছুদিন আগেই সঞ্জনা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছিলেন অভিনেতার প্রতি তাঁর ভালোবাসা। সঞ্জনা অনির্বাণের ছবি পোস্ট করে লেখেন, ভারত দখল কি হয়ে গেছে? না, ইয়ে মানে দখলের পর কিউট ছেলেটাকে আমার হাতে তুলে দিও। অনি শুধু আমার। এরপর লাভ ইমোজি। সঞ্জনা অভিনেতাকে যে অনি বলেই ডাকেন এটা একেবারেই স্পষ্ট। বাংলাদেশের থিয়েটার জগতের পরিচিত মুখ সঞ্জনা মেহরান। রায়হান রাফি পরিচালিত 'সুড়ঙ্গ' সিনেমায় আফরান নিশো, তমা মির্জাদের পাশাপাশি তিনিও ছিলেন। বাচিক শিল্পী হিসেবেও সঞ্জনার সুনাম রয়েছে। পাশাপাশি রয়েছে লেখার অভ্যাস। তবে এইসবের মধ্যে সঞ্জনা অনির্বাণকে নিয়ে পাগল। 

সঞ্জনা বলেন, 'আমার অনির্বাণকে দেখে প্রকৃত মানুষ হিসাবে মনে হয়েছে। সামনা সামনি না দেখলেও তাঁকে দেখে আমার ভাল মনের মানুষ মনে হয়। আর আমি অনির্বাণকে সেই কারণেই এত ভালোবাসি।' নিজের পোস্ট প্রসঙ্গে বলেন, 'বর্তমানে বাংলাদেশে খুব ঝামেলা হচ্ছে। ভিসা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকেই এখন দেখছি ভারত দখল নিয়ে পোস্ট দিচ্ছেন। তবে আমি এইসব রাজনীতি থেকে দূকে আমার প্রিয় অনিবার্ণকে নিয়ে পোস্ট করেছি। এটা তাঁর প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ।' সঞ্জনা আরও জানান যে, ভালোবাসা, চুমু এগুলো কোনও সীমা, ধর্ম মানে না। এখানে তিনি কবীর সুমনের ভালোবাসা নিয়ে লেখা কবিতার কথা জানান।   

Advertisement

সুযোগ পেলে অনির্বাণের সঙ্গে কাজ করবেন? বাংলাদেশী অভিনেত্রী বলেন, 'অনির্বাণের সঙ্গে একই স্ক্রিনে কাজ করা বড় পাওনা। চুম্বন দৃশ্য থেকে বেডসিন যে কোনও দৃশ্যে অভিনয় করতে পারি। কিন্তু এত কেন ভালোবাসেন অনির্বাণকে? সঞ্জনার কথায় সব কেনর উত্তর হয়না, এই ভালোবাসারও কোনও ব্যাখা নেই। এই মন কখন কাকে ভালোবেসে ফেলে কে জানে। সঞ্জনা বলেন, আমাদের দেশেও বহু হিরো রয়েছেন, কিন্তু তাঁদের কাজটুকুই ভাল লাগে। কিন্তু অনির্বাণকে দেখলে মনের ভেতর গিটার বাজে, ভেতর থেকে আসে আমি ওঁকে ভালোবাসি। অভিনেত্রী আরও জানান, তিনি ১০-১২ বছর আগে অনির্বাণের একটি সিনেমা দেখেছিলেন। তারপর থেকে অভিনেতার সব সিনেমা, ওয়েব সিরিজ দেখেছেন। অনির্বাণের প্রতি এক আলাদা টান অনুভব করেন তিনি। এমনকি সঞ্জনার মনে হয়েছে, অনির্বাণের সিনেমার গানগুলি তাঁকে নিয়েই যেন লেখা। অনির্বাণের চাহনি, হাসি থেকে দাঁতের পাটি, ঠোঁট, উচ্চতা, উচ্চারণ, কণ্ঠস্বর, সবই তাঁর পছন্দ। এমনকী অভিনেতার শরীরী আবেদনের মোহেও তিনি আচ্ছন্ন। মঞ্চে অনির্বাণকে দেখার সুযোগ সঞ্জনার এখনও হয়নি। তবে সিনেমা-সিরিজেই অভিনেতাকে দেখে মুগ্ধ তিনি।

এর আগে মায়ের শরীর খারাপের জন্য কলকাতায় এসেছিলেন। তবে এবার সবকিছু মিটে গেলে সঞ্জনা তাঁর অনির টানে কলকাতায় অবশ্যই আসবেন। আপাতত সোহেল রানা বয়াতি পরিচালিত 'নয়া মানুষ' সিনেমার প্রচারে ব্যস্ত নায়িকা। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement