
বাংলাদেশের প্রাক্তন মহিলা ক্রিকেট অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার বোর্ড জানিয়েছে, এই গুরুতর অভিযোগের তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।
জাহানারা আলম দাবি করেছেন, ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় দলের এক প্রাক্তন নির্বাচক এবং বিসিবির কয়েকজন কর্তা তাঁর প্রতি অনুপযুক্ত আচরণ করেছিলেন। তিনি বলেছেন, 'আমি একবার নয়, একাধিকবার অশালীন প্রস্তাবের মুখোমুখি হয়েছি। ক্রিকেট পরিবারের সদস্য হিসেবে তখন প্রতিবাদ করার মতো অবস্থায় ছিলাম না, কারণ কর্মজীবন ও ভবিষ্যৎ নিয়ে ভয় ছিল।'
অস্ট্রেলিয়া থেকে এক সাক্ষাৎকারে জাহানারা জানান, 'তৌহিদ ভাই বাবু ভাইয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এরপর থেকেই মঞ্জু ভাই আমার প্রতি খারাপ আচরণ শুরু করেন। ২০২২ বিশ্বকাপের সময়ও তিনি অশালীন প্রস্তাব দেন। তখনই আমি বোর্ডের প্রাক্তন পরিচালক শফিউল ইসলাম নাদেল এবং সিইও নিজামউদ্দিন চৌধুরীকে লিখিতভাবে জানাই।'
পাশাপাশি নিন্দনীয় এক ঘটনার কথাও বলেন জাহানারা। তিনি বলেন, 'প্রাক্তন নির্বাচক মঞ্জুরুল ইসলাম একদিন হঠাৎ কাছে এসে হাত ধরলেন, কাঁধে হাত রাখলেন আর কানে কানে বললেন, তোমার পিরিয়ড কতদিন হল? ফিজিওদের কাছে এই তথ্য থাকে। কিন্তু একজন ম্যানেজার বা নির্বাচকের জানার কী দরকার? আমি জানালাম, পাঁচ দিন। উনি বললেন, শেষ হলে জানিও, আমাকেও নিজের দিকটা দেখতে হয়।'
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, 'মহিলা জাতীয় দলের এক প্রাক্তন সদস্যের পক্ষ থেকে দলের সঙ্গে জড়িত কিছু ব্যক্তির অসদাচরণের অভিযোগ সম্পর্কে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যেহেতু বিষয়টি সংবেদনশীল প্রকৃতির, তাই একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে যা অভিযোগগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে।'
বোর্ড আরও জানিয়েছে, 'বিসিবি তার সব খেলোয়াড় এবং কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
উল্লেখ্য, জাহানারা বাংলাদেশের হয়ে ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ৪৮ ও টি-টোয়েন্টিতে ৬০টি উইকেট নিয়েছেন। তিনি একমাত্র বাংলাদেশি মহিলা ক্রিকেটার যিনি ভারতের মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ও ফেয়ারব্রেক ইনভিটেশনাল টুর্নামেন্টে অংশ নিয়েছেন। মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পর বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।