
ফের বিনোদন জগতে বিয়ে ভাঙার খবর। তবে এবার এটা টলিপাড়ায় নয়, ঢালিউডে। বিয়ে ভাঙছে বাংলাদেশের গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের। ২০২৫-এর গোড়াতেই সবাইকে চমকে দিয়ে হঠাৎ করেই বিয়ে করেন তাহসান, পাত্রী বাংলাদেশের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ও ভ্লগার রোজা আহমেদ। তাহসেনের চেয়ে অনেকটাই ছোট রোজা। এটা তাহসানের দ্বিতীয় বিয়ে ছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়েও ভাঙতে বসেছে।
বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে বিয়ের কয়েক মাস থেকেই দুজনের সম্পর্কে দুরত্বের সৃষ্টি হয়। আর তারপর থেকেই তাহসান ও রোজা আলাদা থাকতে শুরু করেন। কালের কন্ঠ নামের এক বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে তাহসান রহমান তাঁর বিচ্ছেদ নিয়ে প্রথম মুখ খুলেছেন। তাহসান বলেন, খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময়ে এলে সবটা বিস্তারিতভাবে বলব।
তাহসান আরও জানিয়েছেন যে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। কিন্তু তাঁর ও রোজার বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়ো খবর দেখার পরই গায়ক-অভিনেতা জানান যে তিনি আর রোজা আর একসঙ্গে থাকছেন না। উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও আমেরিকায় ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসাহে কাজ করছেন। রোজার নিউইয়র্কে নিজস্ব মেকআপ স্টুডিও রয়েছে।
প্রসঙ্গত, তাহসানের প্রথম স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের ১১ বছর পরে বিচ্ছেদ হয় তাঁদের। তাহসান-মিথিলার একমাত্র কন্যা আরিয়া তহরীম খান। মিথিলাও দ্বিতীয় বিয়ে করেছেন ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। যদিও সেই বিয়ে নিয়েও একাধিক গুঞ্জন মাঝে মধ্যেই শোনা যায়। মিথিলা তাঁর মেয়েকে নিয়ে বাংলাদেশেই থাকেন। তাহসান জানিয়েছেন তিনি এখন সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে রয়েছি।