Advertisement

Khaleda Zia Condition: খালেদা অতি সঙ্কটজনক, BNP-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারেক হবেন? এখনও পর্যন্ত যা পরিস্থিতি

খালেদার ডায়াবেটিস, আর্থরাইটিস রয়েছে। চোখেও সমস্যা রয়েছে। দৃষ্টিশক্তি ভাল নয়।খালেদার পুত্র তারেক রহমান লন্ডনের বাসিন্দা। ২০০৮ সাল থেকেই তিনি সেখানকার বাসিন্দা। আরেক পুত্র আরাফাত রহমানের চলতি বছরেই অকালে মৃত্যু হয়েছে। বস্তুত, ২০২৬ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনে BNP ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন।

খালেদা জিয়া ও তারেক রহমানখালেদা জিয়া ও তারেক রহমান
Aajtak Bangla
  • ঢাকা,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 9:55 AM IST
  • অতিসঙ্কটজন অবস্থাতেই রয়েছেন খালেদা
  • বিএনপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?
  • তারেক রহমান কি বাংলাদেশ ফিরবেন?

জাতীয় নির্বাচনের আগে বড় ধাক্কা BNP-র কাছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। এখনও পর্যন্ত যা খবর, তাতে চিকিত্‍সায় খুব অল্পই সাড়া দিচ্ছেন খালেজা জিয়া। 

৮০ বছরের খালেদা একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গত ২৩ নভেম্বর থেকে। তাঁর বুকে সংক্রমণ রয়েছে। তার জেরে হার্ট ও ফুসফুসের অবস্থাও ভাল নয়।  BNP-র মিডিয়া সেল জানায়, খালেদা জিয়ার চিকিত্‍সায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালে। বাংলাদেশি ডাক্তারের পাশাপাশি অন্য দেশের ডাক্তারদেরও আনা হয়েছে সেই বোর্ডে। বর্তমানে খালেদা করোনারি কেয়ার ইউনিটে ভর্তি ছিল। BNP-র সেক্রেটারি জেনারেল রাহুল কবীর রিজভির কথায়, 'খালেদা জিয়ার অবস্থার কোনও উন্নতি হয়নি।'

অতিসঙ্কটজন অবস্থাতেই রয়েছেন খালেদা

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, ডাক্তাররা জানিয়েছেন, অতিসঙ্কটজন অবস্থাতেই রয়েছেন খালেদা। তবে অবস্থা স্থিতিশীল। আরও খারাপ হয়নি।  BNP-র আরেক সেক্রেটারি জেনারেল জানাচ্ছেন, ডাক্তারদের বোর্ড পরামর্শ দিচ্ছেন, বিদেশে নিয়ে গিয়ে চিকিত্‍সার জন্য। কিন্তু খালেদার অবস্থা এতটাই সঙ্কটজনক যে তাঁকে স্থানান্তরিত করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাঁর কথায়, 'আমাদের নেত্রীর অবস্থা অতিসঙ্কটজনক। সবাই দোয়া করুন, যাতে চিকিত্‍সায় সাড়া দেন।'

বিএনপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?

খালেদার ডায়াবেটিস, আর্থরাইটিস রয়েছে। চোখেও সমস্যা রয়েছে। দৃষ্টিশক্তি ভাল নয়।খালেদার পুত্র তারেক রহমান লন্ডনের বাসিন্দা। ২০০৮ সাল থেকেই তিনি সেখানকার বাসিন্দা। আরেক পুত্র আরাফাত রহমানের চলতি বছরেই অকালে মৃত্যু হয়েছে। বস্তুত, ২০২৬ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনে BNP ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে বিএনপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে বেন, তা নিয়ে সংশয় তৈরি হল। সে ক্ষেত্রে খালেদার ছেলে তারেক রহমানকেই কি প্রধানমন্ত্রী মুখ বানিয়ে নির্বাচনে যাবে বিএনপি? প্রশ্ন উঠছে।ট

তারেক রহমান কি বাংলাদেশ ফিরবেন?

আবার তারেক রহমান যতই খালেদার পুত্র হোন না কেন, খালেদার মতো জনপ্রিয়তা বা জননেতা তিনি নন। জীবনের বেশি সময় লন্ডনেই কাটিয়েছেন। এখনও যে তিনি বাংলাদেশে ফিরেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। তার কারণ কয়েকদিন আগেই তিনি ফেসবুক প্রোফাইল লিখেছেন, 'এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোন সন্তানের মত আমারও আছে। কিন্তু অন্য আর সকলের মত সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তাঁর একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। স্পর্শকাতর সেই বিষয় বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement