ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। গত কয়েক সপ্তাহে কোচবিহারের মেখলিগঞ্জ সংলগ্ন সীমান্তে বেআইনি নির্মাণের ঘটনা বেড়েছে। সম্প্রতি, বর্ডারের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি নাগরিকদের বেআইনি নির্মাণও বিএসএফ-এর নজরে আসে। এর পাশাপাশি, বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর সেন্ট্রি পোস্ট বাঙ্কার তৈরির ঘটনাও চোখে পড়ে বিএসএফ আধিকারিককদের। এরপরেই, সীমান্ত রক্ষী বাহিনী (BSF) এর কঠোর বিরোধিতা করেন। বিএসএফ-এর আপত্তির পর নির্মাণ বন্ধ করে BGB।
১. দহগ্রাম আঙ্গরপোতা – ৩১ জানুয়ারি এই এলাকায় সীমান্তের মাত্র ১৫০ গজের মধ্যে BGB সেন্ট্রি পোস্ট বাঙ্কার নির্মাণের চেষ্টা করছিল বলে সূত্রের খবর। BSF-এর নজরে বিষয়টি আসতেই তীব্র আপত্তি জানানো হয়। এরপরেই এই নির্মাণ বন্ধ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।
২. ফুলকাদাবাড়ি, মেখলিগঞ্জ – এখানেও বেআইনিভাবে একটি বাড়ি তৈরি করা হচ্ছিল বলে রিপোর্ট মেলে। BSF-এর হস্তক্ষেপের পর BGB সেই বাড়ি তৈরি বন্ধ করতে বাধ্য হয়।
৩. ঝিকাবাড়ি, কুচলিবাড়ি – গত সপ্তাহে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে সীমান্তের মাত্র ১৫০ গজের মধ্যে দু'টি বেআইনি বাড়ি নির্মাণের ঘটনা সামনে আসে। BSF-এর তৎপরতায় সেই নির্মাণ বন্ধ করায় BGB।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে। কড়া নজরদারি চালানো হচ্ছে সীমান্তবর্তী জেলাগুলিতে। BSF-এর জওয়ানরা সমস্ত ধরনের বেআইনি নির্মাণ ও চোরাচালান রুখে দিতে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন। যদিও বাংলাদেশের বিরুদ্ধে বারবার বেআইনিভাবে সীমান্ত এলাকায় নির্মাণকাজ চালানোর অভিযোগ সামনে এসেছে। তবে BSF-এর কঠোর নজরদারি এবং তৎপরতায় সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় বলে সূত্রের খবর।
উল্লেখ্য, সম্প্রতি প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া এলাকায় একটি লোহার বাঙ্কার মেলে। সীমান্ত এলাকার একটি বাগানের নিচে মাটি খুঁড়ে তিনটি লোহার বাঞ্চার উদ্ধার করে BSF। এই বাঙ্কারগুলিতে নিষিদ্ধ কাফ সিরাপের বোতল রাখা ছিল। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মজদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী কলেজ সংলগ্ন এলাকায়। এই ধরনের কাফ সিরাপ সাধারণ নেশার দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। অনুমান,, কাফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া কাফ সিরাফের মূল্য প্রায় দেড় কোটি টাকারও বেশি বলে মনে করা হচ্ছে।