Advertisement

Chinmoy Krishna Das : এবার ঢাকা হাইকোর্টে চিন্ময় কৃষ্ণর জামিন মামলার শুনানি, দেড়মাস ধরে জেলবন্দি সন্ন্যাসী

বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে ঢাকা হাইকোর্টে। আগামী সোমবার এই শুনানি হতে পারে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের তরফে শুনানির জন্য ঢাকা হাইকোর্টে আবেদন করা হয়েছে।

chinmoy krishna das chinmoy krishna das
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 14 Jan 2025,
  • अपडेटेड 8:04 PM IST
  • হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে ঢাকা হাইকোর্টে
  • আগামী সোমবার এই শুনানি হতে পারে

বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে ঢাকা হাইকোর্টে। আগামী সোমবার এই শুনানি হতে পারে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের তরফে শুনানির জন্য ঢাকা হাইকোর্টে আবেদন করা হয়েছে। এর আগে চট্টগ্রামের নিম্ন আদালতে শুনানির আবেদন করলেও বারবার তা পিছিয়ে যায়। সেই কারণেই হাইকোর্টের দ্বারস্থ সন্ন্যাসীর অনুরাগীরা। 

জানা যায়, আইনজীবীদের তরফে ইতিমধ্যেই হাইকোর্টে জামিনের আবেদন করা হয়েছে। ২০ জানুয়ারি সেই শুনানি হতে পারে। চিন্ময় কৃষ্ণ দাসের অনুরাগীরা মনে করছেন, সেদিন জামিন পেতে পারেন ওই সন্ন্যাসী। 

এদিকে ৬৩ জন হিন্দু আইনজীবীকে অন্তর্বতীকালীন জামিন দিয়েছে চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের সময় আদালত চত্বরে হিংসার ঘটনা ঘটে। তাতে একজন মুসলিম আইনজীবীর মৃত্যু হয় বলে অভিযোগ। তখন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম বারের ৭০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা করে। সোমবার ৭০ জন আইনজীবীর মধ্যে ৬৩ জন আদালতে আত্মসমর্পণ করেন। তখন তাঁদের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বাংলাদেশের হাজার টাকার বন্ডে এই জামিন দেওয়া হয়। 

আরও পড়ুন

প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন নাকচ করা হয়েছিল আদালতের তরফে। ২৫ নভেম্বর তিনি গ্রেফতার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে বাংলাদেশ সরকার। 

যদিও আইনজীবীরা কোর্টে জানিয়েছিলেন, চিন্ময় কৃষ্ণ একজন সন্ন্যাসী। তিনি কোনওরকম দেশবিরোধী কাজে যুক্ত নন বা হিংসায় প্রশ্রয় দেননি। বাংলাদেশের সংখ্য়ালঘুদের অধিকার রক্ষায় তিনি সরব হয়েছিলেন মাত্র। তবে আদালত সেই যুক্তি মানেনি। ফলে জামিনের আবেদন নাকচ হয়ে যায়।  

Read more!
Advertisement
Advertisement