Advertisement

Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণ দাস জামিন পাবেন? চট্টগ্রামের আদালতে আজ শুনানি

বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন কি মিলবে? তাকিয়ে গোটা দুনিয়া। বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে শুনানি হওয়ার কথা। অন্য দিকে, চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে আজ শুনানিতে কী হয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। 

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • ঢাকা,
  • 02 Jan 2025,
  • अपडेटेड 8:00 AM IST
  • বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন কি মিলবে?
  • বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে শুনানি হওয়ার কথা।
  • অন্য দিকে, চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন কি মিলবে? তাকিয়ে গোটা দুনিয়া। বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে শুনানি হওয়ার কথা। অন্য দিকে, চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে আজ শুনানিতে কী হয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। 

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময়ের মামলার শুনানি ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। বর্তমানে চট্টগ্রামের জেলে বন্দি রয়েছেন চিন্ময়কৃষ্ণ। গত শুনানির দিন চিন্ময়কৃষ্ণের হয়ে আদালতে কোনও আইনজীবী ছিলেন না। এদিনের শুনানিতে কী হয়, সেটাই দেখার। 

ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসীকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব সে দেশের হিন্দুদের একাংশ। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, যাতে হিন্দু-সহ সমস্ত সংখ্যালঘুর সুরক্ষা সুনিশ্চিত করা হয়।' হিন্দুদের মতপ্রকাশের স্বাধীনতার কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি।

চিন্ময়কৃষ্ণের গ্রেফতারের ঘটনার পর থেকেই উত্তাল ওপার বাংলা। হিন্দুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। মন্দিরে ভাঙচুরের অভিযোগও উঠেছে। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারের প্রতিবাদের আঁচ এসে পড়েছে কলকাতাতেও। চিন্ময়কৃষ্ণকে মুক্তির দাবিতে কলকাতায় মিছিল করেছে বঙ্গ বিজেপি। বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

Read more!
Advertisement
Advertisement