Advertisement

Khaleda Zia Health Condition: সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন মোদী, উন্নত চিকিৎসার জন্য এই দেশে যাচ্ছেন খালেদা

বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানা যাচ্ছে এই ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর খালেদাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শেষমেষ লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে মুমূর্ষু খালেদাকেশেষমেষ লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে মুমূর্ষু খালেদাকে
Aajtak Bangla
  • ঢাকা,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 6:45 PM IST

বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা  আগের মতোই অপরিবর্তিত বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানা যাচ্ছে এই  ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর খালেদাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। এমনটাই  জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামিকাল শুক্রবার ভোরে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। সব ঠিক থাকলে কাতার সরকারের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন এ কথা জানান। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, কাতারের পক্ষ থেকে আজ সকালে বিএনপিকে এই তথ‍্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাতে প্রস্তুত কাতার। ঢাকার কাতার দূতাবাসের পক্ষ থেকে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এই তথ‍্য জানানো হয়েছে।  এদিন খালেদার চিকিৎসক জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা  কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামিকাল সকালে ওনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন। 

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রবিবার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। ৮০ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। খালেদার চিকিৎসার জন্য চিন থেকে ঢাকায় আসে চিকিৎসকদের একটি দল ৷

Advertisement

খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বাংলাদেশে যান।  ৮০ বছরের খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর চিকিৎসার জন্য ভারত সম্ভাব্য সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ 

Read more!
Advertisement
Advertisement