
সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে সরকারিভাবে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে এই হামলা জঙ্গি হামলা কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও তদন্তের গতিপথ সে দিকেই ইঙ্গিত করছে। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় ওই মারণ হামলার নেপথ্যে রয়েছে মাসুদ আজাহারের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। শুধু তাই নয়, বিস্ফোরণের আগে ঘাতক গাড়িটি প্রায় ৩ ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিল দিল্লির সুনহেরি মসজিদের সামনে। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। শহরের বিভিন্ন স্থানে সোমবার ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
বিস্ফোরণে কেঁপে উঠেছে বাংলাদেশ গ্রামীণ ব্যাঙ্কের প্রধান কার্যালয়। ঢাকার মিরপুরে অবস্থিত ব্যাঙ্কের সামনে রাস্তায় বোমা ছোড়ে দুষ্কৃতীরা। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের হাতে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্কের সদরদফতরের সামনে বিস্ফোরণ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শুধু ব্যাঙ্কের সামনে নয়, আরও একাধিক স্থানে বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা।
প্রসঙ্গত, দু’দিন পরেই শেখ হাসিনা সংক্রান্ত মামলার রায় দেবে আদালত। তার আগেই এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মিরপুর মডেল থানার ইনচার্জ সাজ্জাদ রোমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হেলমেট পরে বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঢাকার মহম্মদপুর ও ধানমন্ডিতেও বোমা বিস্ফোরণ ঘটে। প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের খাদ্যপণ্যের বিপনির সামনে দু’টি বোমা বিস্ফোরণ ঘটে। অন্যদিকে, ধানমন্ডিতে একটি হাসপাতালে সামনের রাস্তায় বোমা ছোড়া হয়েছে। এক্ষেত্রেও হামলাকারীরা বাইকে করে এসেছিল বলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানিয়েছে পুলিশ। তবে কেউ হতাহত হননি। হামলার পিছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠা করেন ইউনুস।
এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিনই ঢাকা লকডাউনের ডাক দিয়েছে আওয়ামি লিগ। ফলে অশান্তির আশঙ্কা থাকছেই। তবে শোনা যাচ্ছে, আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় পথে থাকবে সেনা। আগামী বৃহস্পতিবার হাসিনা-সহ তিন জনের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী’ মামলার রায় ঘোষণা হবে। ওই দিনই ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ডেকেছে হাসিনার দল।