Advertisement

Pori Moni Baby Bump:ফের VIRAL পরীর বেবি বাম্পের PHOTO, জানালেন এই কথাও

শনিবার আবারও নিজের গর্ভাবস্থার ছবি প্রকাশ্যে আনেন পরী। ঢিলেঢালা, নরম গোলাপি রঙের পোশাকে নায়িকাকে দেখা যাচ্ছে, যেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট।

অভিনেত্রী সামনে আনলেন বিশেষ ডায়েটওঅভিনেত্রী সামনে আনলেন বিশেষ ডায়েটও
Aajtak Bangla
  • ঢাকা,
  • 22 May 2022,
  • अपडेटेड 4:32 PM IST
  • আর মাস কয়েক পরেই ভূমিষ্ঠ হতে চলেছে সন্তান
  • পরীমনি মা হচ্ছেন- এ কথা সবার জানা
  • নায়িকা নিজেই গত ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ করেছেন


আর মাস কয়েক পরেই ভূমিষ্ঠ হতে চলেছে সন্তান। পরীমনি মা হচ্ছেন- এ কথা সবার জানা। নায়িকা নিজেই গত  ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ করেছেন। সম্প্রতী ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে গর্ভাবস্থার ছবি প্রকাশ্যে আনেন পরী। স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে সাহসী পরীমনির 'বেবি বাম্প' এর ছবি শেয়ার করতে দেখা যায়। যা নিয়ে বাংলাদেশ জুড়ে কম বিতর্ক হয়নি। তবে তিনি যে তাতে দমবার নন, তার প্রমাণ বারবার দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। ফের সমালোচকদের জবাব দিতে ফেসবুকে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

 

আরও পড়ুন

শনিবার  আবারও নিজের গর্ভাবস্থার ছবি প্রকাশ্যে আনেন পরী।  ঢিলেঢালা, নরম গোলাপি রঙের পোশাকে নায়িকাকে দেখা যাচ্ছে,  যেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট। খোলা চুল, তাতে কাঠগোলাপ। দু’হাত ছড়িয়ে দিয়েছেন দু’পাশে। দেখে মনে হবে যেন খোলা আকাশে উড়ান দিয়েছেন পরীমনি।  আর সূর্য পশ্চিম আকাশে, গোধূলীর অপেক্ষা।  ক্যাপশানে অভিনেত্রী  লিখেছেন, ‘আমি এই মুহূর্তে থাকার চেষ্টা করছি এবং হ্যাঁ, আমি আমার গর্ভাবস্থা উপভোগ করছি ’। ছবি দেখে মনে হয় সত্যি সত্যিই পরী মা হওয়ার আনন্দে আত্মহারা। অপেক্ষায় দিন গুনছেন অনাগত সন্তানের। এ যেন এক নতুন পরী। 

ঈদের ছুটি কাটাতে  কক্সবাজার গিয়েছিলেন নায়িকা। তার সঙ্গে ছিলেনন স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হক। কয়েকদিন আগে কক্সবাজার থেকে পরীমনি প্রকাশ করেছিলেন তার বেবি বাম্পের প্রথম ছবি। এরপর মা দিবসে (৮ মে) পরীমনি বেবি বাম্পের দ্বিতীয় ছবি প্রকাশ করেন। সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয় নেট দুনিয়ায়। ছবিতে দেখা যায়, সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে রেখেছেন হাতের স্পর্শ। মুখে স্বর্গীয় হাসি। চোখ দুটো বুজে আছেন গভীর আবেশে। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।   ছবিটি ক্যাপশনে পরীমনি ভক্তদের জানিয়েছিলেন, তিনি বর্তমানে গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন।

Advertisement

 পরী অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী শরীফুল রাজকে নিয়ে কখনো নৌ বিহারে যাচ্ছেন আবার কখনো মাঝ রাতে বেরিয়ে পড়ছেন আইসক্রিম খেতে। নানাভাবে উপভোগ করছেন এ সময়টা। আবার কাজও ছেড়ে দিয়েছেন অনাগত সন্তানের জন্য। যেন অনাগত সন্তানই তার পৃথিবী।  কীভাবে কাটছে এখনকার সময়? এই প্রসঙ্গ পরীর বক্তব্য, "সুন্দর সময় পার করছি। জীবনের শ্রেষ্ঠ সময় পার করছি। এই সুন্দর মুহূর্তটিকে ব্যাখ্যা করার ভাষা নেই। এখন বাড়িতে থাকছি। মাঝে-মধ্যে নিয়মিত চেকআপের জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। আমি মনে করি, একজন নারীর জন্য এই সময়টা জীবনের অন্যতম ভালো সময়।"

পরীকে এই বিশেষ সময় ডায়েটেও নজর দিতে হচ্ছে। আর গর্ভাবস্থায় জাম খাওয়া খুবই উপকারী। এই ফলে  ক্যালোরি খুবই কম, অনাগত শিশুর জন্যও ভাল। গর্ভাবস্থায় পরীও তাই জাম খাচ্ছেন। নিজেই সেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী। 

Read more!
Advertisement
Advertisement