Advertisement

Bangabandhu Hall Name Change: নতুন চালাকি ইউনূসের, মুজিবের জায়গায় বসালেন হাদিকে

Bangabandhu Hall Name Change: সূত্রের খবর, রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ ক্রেন ব্যবহার করে মূল গেট থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নামফলক খুলে ফেলা হয়। তার পরেই সেখানে বসানো হয় নতুন বোর্ড, ‘Shaheed Sharif Usman Hadi Hall’।

 বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের নামাঙ্কিত হলের নাম বদলে হাদির নাম বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের নামাঙ্কিত হলের নাম বদলে হাদির নাম
Aajtak Bangla
  • ঢাকা,
  • 21 Dec 2025,
  • अपडेटेड 9:02 PM IST

Bangabandhu Hall Name Change: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ফের বড়সড় পরিবর্তনের ছবি। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে রাখা হল ‘শহিদ শরিফ উসমান হাদি হল’। ছাত্র সংগঠনগুলির দাবিতেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল ইউনিয়ন।

সূত্রের খবর, রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ ক্রেন ব্যবহার করে মূল গেট থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নামফলক খুলে ফেলা হয়। তার পরেই সেখানে বসানো হয় নতুন বোর্ড, ‘Shaheed Sharif Usman Hadi Hall’। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত সওয়া ১১টার পর মূল ভবনের গায়ে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ফেলার কাজও শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (DUCSU) সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক ইবন আলি মহম্মদ আগেই জানিয়েছিলেন, ছাত্রদের দাবির ভিত্তিতেই হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হল কাউন্সিলের সহ-সভাপতি মুসলিমুর রহমানও সংবাদমাধ্যমে বলেন, “ছাত্রদের স্পষ্ট সিদ্ধান্ত অনুযায়ী নামফলক ও গ্রাফিতি সরানো হয়েছে।”

আরও পড়ুন

উল্লেখ্য, শরিফ উসমান হাদি ছিলেন গত বছরের জুলাই আন্দোলনের অন্যতম মুখ। ওই আন্দোলনের জেরেই শেখ হাসিনার সরকারের পতন ঘটে। চলতি বছরের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় মুখোশধারী দুষ্কৃতীরা গুলি চালায় তাঁর মাথায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও ছয় দিনের মাথায় তাঁর মৃত্যু হয়। হাদির মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ, ভাঙচুর ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হলের নাম পরিবর্তন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ইতিহাস, প্রতীক ও ছাত্র আন্দোলনের সংঘাতের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement