Bangladesh Election Result: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ফের জয়লাভ করলেন শেখ হাসিনা। এই নির্বাচনে ৮৭ দশমিক ৮০ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পর্যাপ্ত ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী জামানত হারিয়ে ফেলেছেন। বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়ে অষ্টমবারের মত নির্বাচিত হয়েছেন। অন্য়দিকে আরেকটি আসনের দিকে নজর ছিল। তারকা ক্রিকেটার সাকিব অল হাসান মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন। তিনিও প্রত্যাশামতোই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।