Advertisement

Mithila-Tahsan: ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর মিথিলার, কী হবে প্রাক্তন স্বামী তাহসানের?

অবশেষে স্বস্তি পেলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী তথা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ডিভিশন বেঞ্চ মিথিলাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

অবশেষে স্বস্তি পেলেন মিথিলাঅবশেষে স্বস্তি পেলেন মিথিলা
Aajtak Bangla
  • ঢাকা,
  • 14 Dec 2021,
  • अपडेटेड 9:44 AM IST
  • অবশেষে স্বস্তি পেলেন মিথিলা
  • আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট
  • জামিন পেয়েছেন শবনম ফারিয়াও

অবশেষে স্বস্তি পেলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী তথা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ডিভিশন বেঞ্চ মিথিলাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। গত রবিবার  আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মিথিলা। আগাম জামিনের আবেদন করেছিলেন আরেক অভিনেত্রী শবনম ফারিয়াও। তাঁকেও ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। 

জামিন পেয়ে মিথিলার বক্তব্য
বর্তমানে ঢাকায় রয়েছেন সৃজিত ঘরণী মিথিলা। জামিন পাওয়ার পর বাংলাদেশের সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘আমি যখন ইভ্যালিতে যুক্ত হয়েছিলাম, তখন ইভ্যালির গ্রাহকসংখ্যা ছিল প্রায় ৪০ লাখ। তাঁরা যেভাবে প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখেছিলেন, আমিও একইভাবে আস্থা রেখেছিলাম। তবে সামনে অবশ্যই সতর্ক হয়ে কাজ করব। অসম্ভব হয়রানির ভেতর দিয়ে গিয়ে আমি শিখলাম, আমাদের শিল্পীদের সাপোর্ট করার জন্য আইনজীবীও নেই। যথাযথ এজেন্সি নেই, ম্যানেজার নেই—আমাদের একাই কাজ করতে হয়।’ মিথিলা এ–ও বলেন, ‘আমি শতাধিক ব্র্যান্ড এনডোর্স করেছি। বাংলাদেশের অনেক বড় বড় ব্র্যান্ড এনডোর্স করেছি। কিন্তু এ ধরনের হয়রানির জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি এমন হয়রানির ভেতর দিয়ে যাওয়াটা ডিজার্ভ করি না।’

 

আরও পড়ুন

 

ভবিষ্যতে এ ধরনের কাজ করার সময় আরও সতর্ক হয়ে কাজ করবেন কি না এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, অবশ্যই সতর্ক হয়ে কাজ করবো। আমি বাংলাদেশের ১০০টির বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। তবে এ ধরনের একটা হয়রানিমূলক পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিলাম না।

কেন মিথিলার বিরুদ্ধে মামলা?
গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান  ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার ধানমন্ডি থানায় অভিনেতা তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন সাদ স্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাঁদের উপস্থিতি এবং তাঁদের বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে আস্থা রেখে প্রতিষ্ঠানটি থেকে পণ্য ক্রয়ের উদ্দেশ্যে বিনিয়োগ করেন সাদ। এই তারকাদের কারণেই তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

Advertisement

 

জামিন পেয়েছেন শবনম ফারিয়াও

 

কী হবে তাহসানের 
মিথিলা ইভ্যালির সঙ্গে ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন গত ১৫ মে। ওই দিনই প্রাক্তন স্বামী  তাহসানের সঙ্গে  ইভ্যালির একটি বিশেষ লাইভেও অংশ নেন তিনি। মিথিলা ও শবনম ফারিয়ার আগাম জামিন হলেও এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন তাহসান। ফলে  আগাম জামিনের আবেদন করতে পারেননি তিনি। যদিও তাঁর আইনজীবী মামলার কাগজপত্র পর্যবেক্ষণ করছেন। কবে, কীভাবে জামিনের আবেদন করা হবে, সে সিদ্ধান্ত তিনিই নেবেন। 

 

 

স্টেজ শোর জন্য বর্তমানে তাহসান খান যুক্তরাষ্ট্রে আছেন। দুই দশকের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে গান আর অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাহসান। এই দীর্ঘ সময়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হননি তিনি। তাই এ ঘটনা তাঁর জন্য বিব্রতকর।


 

Read more!
Advertisement
Advertisement