Advertisement

Tulip Siddiq: জমি দুর্নীতির অভিযোগে বিদ্ধ হাসিনার পরিবার, টিউলিপ বলছেন, 'অপপ্রচার'

তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপ্রচার চালান হচ্ছে। দাবি করলেন শেখ হাসিনার বোনঝি টিফলিপ সিদ্দিক। ঢাকার একটি আদালতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে সোমবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিউলিপ সিদ্দিক। সেখানেই তিনি বলেন, ‘বাংলাদেশি কর্তৃপক্ষের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তারা পুরোটা সময় মিডিয়া ট্রায়াল চালিয়েছে। আমার আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন। তবে তারা এর জবাব দেয়নি কখনও।’

দুর্নীতির অভিযোগ ওড়ালেন, ‘অপপ্রচার চলছে...’ দাবি হাসিনার বোনঝি টিউলিপেরদুর্নীতির অভিযোগ ওড়ালেন, ‘অপপ্রচার চলছে...’ দাবি হাসিনার বোনঝি টিউলিপের
Aajtak Bangla
  • লন্ডন,
  • 15 Apr 2025,
  • अपडेटेड 9:44 AM IST

তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপ্রচার চালান হচ্ছে। দাবি করলেন শেখ হাসিনার বোনঝি টিফলিপ সিদ্দিক। ঢাকার একটি আদালতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে সোমবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিউলিপ সিদ্দিক। সেখানেই তিনি  বলেন, ‘বাংলাদেশি কর্তৃপক্ষের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তারা পুরোটা সময় মিডিয়া ট্রায়াল চালিয়েছে। আমার আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন। তবে তারা এর জবাব দেয়নি কখনও।’ বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে টিউলিপ সিদ্দিক অভিযোগ করে বলেছেন, তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানো হচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি ও ও প্রাক্তন  ‘সিটি মিনিস্টার’ বলেন, ‘এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে কোনও মন্তব্যের মাধ্যমে বিশেষ গুরুত্ব দিতে পারি না আমি। আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এটি। আমি ভুল কিছু করেছি এমন কোনো প্রমাণ নেই।’ 

উল্লেখ্য, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা তিনটি মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে  আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলার অভিযোগপত্রের ভিত্তিতে এই  আদেশ দেন ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, আসামিদের গ্রেফতার করা গেল কিনা, সে-সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, ১০ কাঠা প্লট নেওয়ার অন্য অভিযোগে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের একজন সহকারী পরিচালক। মামলায় শেখ হাসিনা, টিউলিপসহ ১৬ জনকে আসামি করা হয়। এর আগে জানুয়ারির মাঝামাঝিতে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রীত্ব  থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রকের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপের মাসি  বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান টিউলিপ। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস।

Advertisement

টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। তবে এতে তিনি উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে, মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস তাঁর বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। কেয়ার স্টারমার অফিসিয়াল চিঠিতে টিউলিপ সিদ্দিককে বলেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণ করার সময় এটা পরিষ্কার করতে চাই যে, মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন- তিনি আপনার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি এবং আর্থিক অসঙ্গতির কোনো প্রমাণ খুঁজে পাননি।’ 
 

Read more!
Advertisement
Advertisement